মানবসেবা ও জনকল্যাণমুখী কাজের জন্য ‘রিয়েল হিরো অ্যাওয়ার্ড’ পেয়েছেন সালাম মূর্শেদী এমপি পত্নী সারমিন সালাম। খুলনা জেলা ভিত্তিক সমাজ সেবামূলক প্রতিষ্ঠান ‘সালাম মূর্শেদী সেবা সংঘ’, ‘সালাম মূর্শেদী ব্ল্যাড ব্যাংক’ ও ‘সারমিন সালাম অক্সিজেন ব্যাংক’ এর প্রতিষ্ঠাতা হিসেবে সামাজিক উন্নয়ন ও সমাজ সেবামূলক অসামান্য অবদানের জন্য বুধবার সন্ধ্যায় ঢাকার হোটেল লা মেরিডিয়ানে থলে ডটকম এর আয়োজনে সারমিন সালামকে ‘Best Ambassador Of Humanity’ ক্যাটাগরিতে ‘রিয়েল হিরো’ অ্যাওয়ার্ড পুরস্কারটি তাঁর হাতে তুলে দেন তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান। সূত্র : খবর বিজ্ঞপ্তি।
খুলনা গেজেট/কেএম