খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

মন্দির গীর্জায় বিশেষ প্রার্থনা

রিজিয়া নাসেরের আত্মার মাগফেরাত কামনায় নগরীর পাঁচ শতাধিক মসজিদের দোয়া

নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসের এর সহধর্মিনী, শেখ হেলাল উদ্দিন এমপি, সেখ সালাহ্ উদ্দিন জুয়েল এমপি’র মা মহিয়ষী নারী শেখ রিজিয়া নাসেরের আত্মার মাগফেরাত কামনায় খুলনা মহানগর আওয়ামী লীগের উদ্যোগ শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুম্মা নগরীর ৩৬টি ওয়ার্ডে প্রায় ৫ শতাধিক মসজিদে একযোগ দোয়া অনুষ্ঠিত হয়েছে। নগরীর গগণবাবু রোডে নুর জামে মসজিদে খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা দোয়া অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

নগরীর ২৬নং ওয়ার্ডের মোড়ল বাড়ি জামে মসজিদ সহ ১০টি মসজিদে খুলনা মহানগর আওয়ামী লীগ সাবেক দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সভাপতি শেখ আব্দুল আজিজ সাধারণ সম্পাদক শেখ মো. রুহুল আমিন, এস এম আকিল উদ্দিন অংশ গ্রহণ করেন। অধ্যক্ষ শহিদুল হক মিন্টু টাউন জামে মসজিদের দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সদর থানার সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম পূর্ব বানিয়া খামার বড় মসজিদে, সাধারণ সম্পাদক ট্যাংক রোড জামে মসজিদে দোয়া অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস নুর নগর জামে মসজিদে এবং সাধারণ সম্পাদক বানরগাতি জামে মসজিদের দোয়ায় অংশ গ্রহণ করেন। খালিশপুর থানা আওয়ামী লীগ সভাপতি একেএম সানাউল্লাহ নান্নু ১২নং ওয়ার্ডের আর লাইন জামে মসজিদে এবং সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার পিপলস্ মোড় খাদেমুল জামে মসজিদের দোয়ায় অংশগ্রহণ করেন। এ ছাড়া মহানগর আওয়ামী লীগ নেতা মো. আশরাফুল ইসলাম তার নিজ ওয়ার্ডের মসজিদের দোয়া অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

এ ছাড়া দৌলতপুর থানা আওয়ামী লীগ সভাপতি শেখ সৈয়দ আলী এবং সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম কুলিবাগান ইস্পাহানি জামে মসজিদের দোয়ায় অংশগ্রহণ করেন। এ সময়ে নুরইসলাম বন্দ, মোজাম্মেল হক হাওলাদার, মাকসুদ আলম খাজা উপস্থিত ছিলেন। খানজাহান আলী থানা আওয়ামী লীগ সভাপতি শেখ আবিদ হোসেন শিরোমনি বাজার জামে মসজিদে এবং সাধারণ সম্পাদক এস এম আনিসুর রহমান খানাবাড়ি জামে মসজিদের দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ ছাড়া সকল সহযোগী সংগঠনের পক্ষে বিভিন্ন মসজিদে দিনব্যাপী কোরআন খতম দোয়া দোয়া অনুষ্ঠিত হয়েছে।

এদিকে শেখ রিজিয়া নাসেরের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ প্রার্থনা করেছে হিন্দু, খ্রিষ্টান সহ সকল ধর্মের মানুষ। তারা মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা করেছেন। অপরদিকে শেখ রিজিয়া নাসেরের আত্মার মাগফেরাত কামনা করে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন। খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা কলেজিয়েট স্কুলেও দোয়া অনুষ্ঠিত হয়।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!