মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বক্সিং ডে টেস্টের প্রথম দিন কর্তৃত্ব করেছেন ভারতের বোলাররা। দ্বিতীয় দিন ম্যাচের লাগাম নিজেদের হাতে রাখলেন শুভমন গিল-আজিঙ্কা রাহানেরা। কোহলির অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়া রাহানে তুলে নিয়েছেন সেঞ্চুরি। তার ইনিংসে ভর করে চার টেস্টের দ্বিতীয়টিতে দ্বিতীয় দিন শেষে ২৭৭ রান তুলেছে ভারত। ৫ উইকেট হাতে রেখে লিড নিয়েছে ৮২ রানের।
প্রথমদিন স্বাগতিক অস্ট্রেলিয়াকে ১৯৫ রানে থাকায় ভারত। দিনের শেষটা ১ উইকেট হারিয়ে ৩৬ রান তুলে পাড়ি দেয় সফরকারীরা। দ্বিতীয় দিনও অভিষিক্ত শুভমন গিল এবং চেতেশ্বর পূজারা ভালো শুরু করেন। তারা সকালের ধকলটা কাটালেও শুভমন গিল ফিরে যান ৪৫ রান করে। এরপরই সাজঘরে ফেরেন ৭০ বলে ১৭ রান করা পূজারা। চারে ব্যাট করতে নেমে হানুমা বিহারী করেন ২১ রান। তাকে সঙ্গ দেওয়া শুরু করেন রাহানে। কিন্তু তাদের জুটিটা ৫২ রানের বেশি বড় হয়নি।
এরপর শট খেলতে পছন্দ করা উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্ত করেন ৪০ বলে ২৯ রান। অফের বাইরে আনকোরা এক শট খেলে আউট হন তিনি। রাহানের সঙ্গে তিনি যোগ করেন ৫৭ রান। দলকে নেতৃত্ব দিতে নামা রাহানে এক পাশে ছিলেন অবিচল। তিনি টেস্ট সেরা অলরাউন্ডার জাদেজার সঙ্গে জুটি গড়ে দিনটা শেষ করেন। ভারতীয় অধিনায়ক অপরাজিত থাকেন ২০০ বলে ১২ চারে ১০৪ রানের ইনিংস খেলে। আর জাদেজার ব্যাট থেকে আসে হার না মানা ৪০ রান। অজিদের হয়ে মিশেল স্ট্রাক ও প্যাট কামিন্স দুটি করে উইকেট নেন। একটি উইকেট তুলে নেন অফ স্পিনার নাথান লায়ন। ভারতের কর্তৃত্বের পেছনে অজিদের অবশ্য দায়ও আছে। তারা সেঞ্চুরিয়ান রাহানের ক্যাচ ফেলে জীবন দিয়েছে দু’বার। শুভমন গিলরাও দিয়েছেন আউট করার সুযোগ। কিন্তু মিস ফিল্ডিংই কাল হয়েছে তাদের।
প্রথম ইনিংসে দুইশ’র আগে আটকে যাওয়া অজিদের হয়ে সর্বোচ্চ ৪৮ রানের ইনিংস খেলেন তিনে নামা মার্নাস লাবুশানে। এছাড়া ট্রাভিস হেডের ব্যাট থেকে আসে ৩৮ রান। ওপেনার ম্যাথু ওয়েড দলের হয়ে তৃতীয় সর্বোচ্চ ৩০ রান এবং লায়ন চতুর্থ সর্বোচ্চ ২০ রান করেন। ভারতের হয়ে পেসার জাসপ্রিত বুহরাহ চারটি এবং মোহাম্মদ সিরাজ তুলে নেন দুই উইকেট। স্পিনার অশ্বিন অজিদের ব্যাটিং অর্ডারের গুরুত্বপূর্ণ তিন ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান।
খুলনা গেজেট/এমএম