রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে রোববার ফোনালাপ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ফোনালাপে জাতিসংঘে রাশিয়ার দূতদের ‘ইসরায়েলবিরোধী’ অবস্থানের জন্য রুশ প্রেসিডেন্টের কাছে ইসরায়েলের সরকারপ্রধান অসন্তোষ প্রকাশ করেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।
ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে শুক্রবার এক প্রস্তাবের পক্ষে ভোট দেয় রাশিয়া। এতে ভেটো দেয় ইসরায়েলের অতি ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র।
ইসরায়েলের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, পুতিনের সঙ্গে আলাপের সময় নেতানিয়াহু ইরানের সঙ্গে রাশিয়ার ‘বিপজ্জনক’ সহযোগিতা নিয়ে বড় ধরনের দ্বিমতের কথা জানান।
ক্রেমলিনের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, গাজায় বেসামরিক নাগরিকদের দুর্ভোগ লাঘব এবং সহিংসতা নিরসনে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রাশিয়া।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ভ্লাদিমির পুতিন যেকোনো ধরনের সন্ত্রাসকে প্রত্যাখ্যানের পাশাপাশি নিন্দার নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।
এতে আরও বলা হয়, সন্ত্রাসীদের হুমকি মোকাবিলা যেন বেসামরিক লোকজনের জন্য মারাত্মক পরিণতি নিয়ে না আসে, সেটি নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
খুলনা গেজেট/এনএম