রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে আরও ১২ জনের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল থেকে মঙ্গলবার সকালের মধ্যে তাদের মৃত্যু হয়।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করে জানান, আটজন করোনা পজিটিভ হয়ে মারা গেছেন। করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন তিনজন। আর একজন করোনা নেগেটিভ হয়ে মারা গেছেন। তবে তিনি করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।
এর আগে রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত সময়েও করোনা ইউনিটে ১২ জনের মৃত্যু হয়েছিল।
করোনা শনাক্ত হয়ে মৃতদের মধ্যে পাঁচজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে, দুইজন রাজশাহীর ও একজন নওগাঁর। উপসর্গ নিয়ে মারা যাওয়া তিনজনের মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের একজন করে।
গত ১ জুন থেকে ১৫ জুন সকাল পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন ১৪৮ জন। এর মধ্যে ৮৮ জন মারা গেছেন করোনা শনাক্ত হওয়ার পর। বাকিরা উপসর্গ নিয়ে মারা যান।
করোনা ইউনিটে মারা যাওয়া ১২ জনের মধ্যে পুরুষ আটজন আর নারী চারজন।
পুরুষদের মধ্যে ষাটোর্ধ ছয়জন ও বিশোর্ধ দুইজন। নারীদের মধ্যে বিশোর্ধ একজন, পঞ্চাশোর্ধ দুইজন ও ষাটোর্ধ একজন।
রামেক হাসপাতালের করোনা ইউনিটে রোববার সকাল পর্যন্ত রোগী ভর্তি আছেন ৩২৫ জন। এর মধ্যে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১৫৮ জন। আর করোনা সন্দেহে চিকিৎসা চলছে ১৩৬ জনের। আইসিইউতে চিকিৎসাধিন রয়েছেন ১৯ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ৫৮ জন। এর মধ্যে রাজশাহীর ৩৯, চাঁপাইনবাবগঞ্জের আটজন, নাটোরের চার, নওগাঁর পাঁচ ও কুষ্টিয়ার দুইজন। ছুটি পেয়েছেন ৪৩ রোগী।
এদিকে, সোমবার রাজশাহীতে আরও ৩১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাবে ৩৭১ জনের নমুনা পরীক্ষা করে ১৩৭ জনের করোনা শনাক্ত হয়।
এর মধ্যে রাজশাহীর ১৮১ জনের নমুনায় করোনা ধরা পড়েছে ৭১ জনের, চাঁপাইনবাবগঞ্জের ৯৯ জনের পরীক্ষা করে ২২, নওগাঁর ৮৮ জনের মধ্যে ৪৩ জন ও নাটোরের তিনজনের পরীক্ষা করে একজনের করোনা পজিটিভ আসে।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ১৭২ জনের নমুনা পরীক্ষা করে ৪০ জনের করোনা শনাক্ত হয়।
এদিকে, সোমবার নগরীর ১২টি পয়েন্টে ১ হাজার ১০৫ জনের এন্টিজেন পরীক্ষায় ১৪০ জনের করোনা শনাক্ত হয়েছে।