খুলনা, বাংলাদেশ | ১ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  জুলাই-আগস্টে নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে সময় লাগবে : উপদেষ্টা আসিফ
  সাবেক বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম মারা গেছেন
  ভারতে হাসপাতালে আগুন লেগে ১০ শিশুর মৃত্যু

রামেক হাসপাতালে এক দিনে আরও ১৭ জনের মৃত্যু

গেজেট ডেস্ক

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে আরও ১৭ জনের মৃত হয়েছে। শুক্রবার সকাল থেকে শনিবার সকালের মধ্যে তাদের মৃত্যু হয়। এর আগের ২৪ ঘণ্টাতে এখানে ১৪ জনের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করে জানান, মৃত ১৭ জনের মধ্যে ৮ জনের করোনা পজেটিভ ছিল। বাকিরা মারা যান উপসর্গ নিয়ে। মৃতদের মধ্যে ৯ জন নারী ও ৮ জন পুরুষ।

এ নিয়ে চলতি মাসের ২৬ দিনে (১ জুন থেকে ২৬জুন) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ২৯৪ জন। শনাক্ত হওয়ার পর মারা গেছে ১৪৬ জন। বাকিরা মারা যান উপসর্গ নিয়ে।

এদিকে শুক্রবার রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাব ও রাজশাহী মেডিক্যাল হাসপাতাল ল্যাবে ৫০১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজেটিভ এসেছে ১৬২ জনের।

রাজশাহীর ৪২৯ নমুনা পরীক্ষা করে ১৪৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। চাঁপাইনবাবগঞ্জের ৭২ জনের নমুনা পরীক্ষা করে পজিটিভ এসেছে ১৪ জনের।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!