খুলনা, বাংলাদেশ | ২৫ ভাদ্র, ১৪৩১ | ৯ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  প্রতিবেশি দেশের সাথে প্রভুত্ব বজায় রাখতে চায় ভারত, অভিযোগ ফখরুলের
  বাগেরহাটের ফকিরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
  বঙ্গোপসাগরে অবস্থান করা নিম্নচাপটি আরও ঘণীভূত হচ্ছে, আজ থেকে বৃষ্টির সম্ভাবনা

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তার পাচারের চেষ্টা, আটক ৩

রামপাল প্রতিনিধি

বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২৬৩ কেজির অধিক তামার তারসহ চোরচক্রের ৩ জন সদস্যকে আটক করেছে আনসার ব্যাটালিয়ন ৩ ও রামপাল ক্যাম্পের সদস্যরা। এ ঘটনায় সিকিউরিটি ইন-চার্জ মো. ছামিউল হোসেন বাদী হয়ে রামপাল থানায় একটি মামলা দায়ের করেছেন।

আনসার ব্যাটালিয়ন-৩ এর সহকারী পরিচালক শাহনাজ জেসমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে তাপবিদ্যুৎ কেন্দ্রের বিপুল পরিমাণ তার পাচার করা হবে বলে সংবাদ পান। ওই সংবাদের ভিত্তিতে আনসার ব্যাটালিয়ন-৩ ও রামপাল ক্যাম্পের আভিযানিক একটি দল বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর গেটে অভিযান চালায়। এ সময় ২৬৩ কেজির অধিক পরিমাণের আর্থিং কপার ক্যাবলসহ চোর চক্রের তিন সদস্যকে আটক এবং তার বহন করা একটি মাইক্রোবাস জব্দ করে। জব্দ করা কপার ক্যাবলের আনুমাণিক বাজারমূল্য ৩ লাখ ৯৪ হাজার ৫০০টাকা।

আটককৃতরা হলেন ফকিরহাট উপজেলার ভাড়াশিয়া গ্রামের আশরাফ আলীর ছেলে, মো. মেহেদী হাসান (১৯), খুলনার রুপসা উপজেলার খাজা ডাঙ্গা গ্রামের নুর মোহাম্মদ শেখের ছেলে, মো. মাহাবুব হোসেন (২১) ও খুলনার সোনডাঙ্গা উপজেলার গোবর চাকা এলাকার মফিজ সরদারের, ছেলে মো. জাহাঙ্গীর সরদার (৪৮)।

তিনি আরও বলেন, এ জাতীয় রাষ্ট্রীয় সম্পদ চুরির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক জব্দ করা মালামালসহ চোরদের রামপাল থানায় সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইন-চার্জ এস, এম আশরাফুল আলম জানান, তার, মাইক্রোবাসসহ ৩ চোর আটকের ঘটনায় মামলা হয়েছে। আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

উলেখ্য, ২০২২ সালের মে মাস থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ৬০টি অভিযানে ৭৯ লক্ষ ৩০০ টাকার চোরাই মালামাল উদ্ধার ও ৫৪ জন চোরা কারবারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে আনসার সদস্যরা।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!