খুলনা, বাংলাদেশ | ১০ পৌষ, ১৪৩১ | ২৫ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  চাঁদপুরে জাহাজে ৭ জনকে হত্যা: আসামি ইরফান ৭ দিনের রিমান্ডে

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের মালামালসহ আটক ২

রামপাল প্রতিনিধি

রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে তারসহ দুইজনকে আটক করেছে। এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। আটককৃতদের বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন উপজেলার বড় দূর্গাপুর গ্রামের আ. আজিজের পুত্র জনি শেখ (৩২) ও একই গ্রামের মোহর আলীর পুত্র মো. মনিরুল শেখ (৪২)। রামপাল থানার এসআই জাহিদুর রহমান বৃহস্পতিবার রাত সাড়ে ৩ টায় দূর্গাপুর চরের আবু্ল কালাম সরদারের টিনের ঘরের সামনে অভিযান চালান। ওই সময়ে ২০৫ কেজি তার, রড ও অন্যান্য মালামালসহ তাদের আটক করেন। আটককৃতরা দীর্ঘদিন ধরে তার চুরির কাজে জড়িত রয়েছে।

এ বিষয়ে রামপাল থানার ওসি এস এম আশরাফুল আলম জানান, তাপবিদ্যুৎ কেন্দ্রের আশপাশের চোর সিন্ডিকেট ও তাদের গডফাদারদের তালিকা করা হয়েছে। কাউকে ছাড় দেয়া হবে না।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!