বাগেরহাটের রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নের ভোট গ্রহণে নানা অনিয়মের অভিযোগ করেছেন প্রার্থী ও ভোটাররা। সকাল ৮টায় এ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে।
ভোট গ্রহণের শুরুতেই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এস,এম বদরুল হুদা হিরু অভিযোগ করেছেন সকালেই সর্ব প্রথম ৮ নম্বর ওয়ার্ড কেন্দ্র থেকে তার এজেন্ট বের করে দেয়া হয়েছে। এরপর এক এক করে অন্য কেন্দ্র থেকেও তার এজেন্ট বের করে দেয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
সকালে তিন নম্বর ওয়ার্ডের রাজনগর কালীকাপ্রসাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে যাওয়া ভোটার সফিকুল গাজী মোড়ল অভিযোগ করে বলেন, ‘ভোট দিতে গেলে সেখানে তাকে নৌকা প্রতীকে দেখিয়ে দিতে বলা হয়। পরে তিনি না দেখিয়ে তার পছন্দের প্রতীক মটরসাইকেলে ভোট দিলে প্রভাবশালীরা সেই ব্যালট ছিনিয়ে নিয়ে দলামোচা করে ফেলে দেন বলে অভিযোগ তার। রাজনগর ইউনিয়নের ৯টি ভোট কেন্দ্রে রামপাল উপজেলার বিভিন্ন ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানেরা অবস্থান করছেন।’
নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সুলতানা পারভীন বলেন, ‘আমি নিজেও ভোট দিয়েছি, ভালভাবেই ভোট হচ্ছে। কোথাও কোন সমস্যা নেই।’
এখানে চেয়ারম্যান পদে ৪ জন, মেম্বর পদে ৪৫ নারী ও পুরুষ প্রতিদ্বন্দ্বীতা করছেন। মোট ভোটারের সংখ্যা ৯ হাজার ৯৪৩ জন।
নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মাঠে রয়েছেন ম্যাজিস্ট্রেট, র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার। সকাল থেকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন, মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ জাকারিয়া।
খুলনা গেজেট/ এস আই