খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে আজ দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালন
  কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা, নিহত ৩

রামপালে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, নির্যাতিতা ৮ মাসের অন্তঃসত্ত্বা

রামপাল প্রতিনিধি

রামপালে প্রবাসীর স্ত্রী তিন সন্তানের জননীকে জিম্মি করে দীর্ঘদিন ধর্ষণের অভিযোগে ইয়ামিন নামের এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। নির্যাতিত গৃহবধূ  ৮ মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে শুক্রবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রামপাল থানায় মামলা করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, উপজেলার তালবুনিয়া গ্রামের প্রবাসী বেলাল হোসেন জীবিকার তাগিদে ভারতে যান। সেখানে তিনি প্রায় এক বছর ৭ মাস অবস্থান করা কালে সুযোগ পেয়ে একই এলাকার মৃত মতিয়ার শেখের পুত্র ইয়ামিন শেখ গত ৫ জানুয়ারী রাত ১১ টায় জোরপূর্বক মুখে গামছা বেঁধে ধর্ষণ করে। এ সময় ওই গৃহবধূর নগ্ন ছবি ইয়ামিন তার মোবাইলে ধারণ করে। পরে ভয়ভীতি দেখিয়ে মাসের পর মাস এভাবে সে তাকে ধর্ষণ করে আসছে । এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ওই মহিলা জানান, সে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

এ বিষয়ে রামপাল থানার ওসি মোঃ মনজুরুল আলম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামী ধরার জোর চেষ্টা চলছে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!