খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার চিঠি গ্রহণ করেছে দিল্লি, নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র
  ২০২৫ সালে দেশের সব সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ৭৬ দিন, একটানা বন্ধ ২৮ দিন
  চাঁদপুরে মালবাহী জাহাজ থেকে ৭ মরদেহ উদ্ধার ; মুমূর্ষু ১
  ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রামপালে পূর্ব শত্রুতায় ব্যবসায়ীকে মারপিট

রামপাল প্রতিনিধি

রামপালে পূর্ব শত্রুর জের ধরে ব্যবসায়ীকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা গেছে, উপজেলার শ্রীকলস গ্রামের মৃত্যু নওশের আলীর পুত্র নূরআলী শেখ (৫৫) কে গত শনিবার বিকাল সাড়ে ৪ টায় স্থানীয় ভাগা বাজার থেকে বাড়ি যাওয়ার পথে একই এলাকার আছাদ, রয়েল শেখ, মোশারেফ মোল্লা, হারুন শেখ ও কাষ্ঠবাড়িয়ার মামুন শেখ পূর্ব পরিকল্পনামত হামলা করে। এ সময় নূরআলীকে মারধর করে তার বাইসাইকেল কেড়ে নেয়। আহত নূর আলী দৌড়ে আত্মরক্ষা করেন।

এ ব্যাপারে রামপাল থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম  লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যাবস্থা গ্রহণ করা হবে।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!