রামপালে নবনির্বাচিত ১০ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (০৪ নভেম্বর) বেলা ১১ টায় স্ব স্ব ইউনিয়ন পরিষদের দায়িত্ব গ্রহণ করেন তারা।
জানা গেছে, ইউপি নির্বাচনে ১০ টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৩ টি ইউনিয়ন পরিষদে বর্তমান চেয়ারম্যান পুনরায় নির্বাচিত হয়েছেন। ৬ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন নতুন চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন। বাকী ১ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সরদার আ. হান্নান ডাবলু মৃত্যুবরণ করলে তার সহধর্মিণী সুলতানা পারভীন গত মঙ্গলবার নির্বাচিত হন। ১০ ইউনিয়ন পরিষদেই আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হন।
নবনির্বাচিত চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেল তার অনুভূতি ব্যক্ত করে বলেন, আমি আমার নেত্রী মাননীয় জননেত্রী প্রধানমন্ত্রী যিনি আমাকে নৌকা প্রতীক দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি শেখ পরিবারের অহংকার শেখ হেলাল উদ্দিন এমপি ও শেখ সারহান নাসের তন্ময় এমপি এর প্রতি। আমি জনগণের সেবক। জনগণের প্রতি আমার দ্বায়বদ্ধতা রয়েছে। আমার অনুপ্রেরণা আমার মা। তিনি আমাকে দোয়া ও সাহস যুগিয়ে আমাকে এখানে এনেছেন। আজীবন ইউনিয়নবাসী ও সংগঠনের জন্য কাজ করবো। এ জন্য তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।