বাগেরহাটের রামপালের রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার আব্দুল হান্নান ডাবলু’র জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৮ টায় মরহুম আব্দুল হান্নান ডাবলুর ১ম জানাযা নামাজ তার হাতে গড়া রাজনগর ইউনিয়ন পরিষদের মাঠে ও বেলা ১১ টায় রামপাল সদরের মিলঘর চত্বরে ২য় জানাযা নামাজ সম্পন্ন হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, কবীর হোসেন, থানার ওসি মো. সামসুদ্দীন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোল্লা আ. রউফ, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ মো. আবু সাইদ, ইউপি চেয়ারম্যান জামিল হাসান জামু, শেখ মোহাম্মদ আলী, ফকির আব্দুল্লাহ, গাজী আক্তারুজ্জামান, তপন কুমার গোলদার, মোস্তাফিজুর রহমান সোহেল, ছাত্র লীগের সাধারণ সম্পাদক শেখ সাদী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, বিএনপি নেতা কাজী অজিয়ার রহমান, শেখ ফিরোজ কবির, জামায়াতের জেলা আমীর মাওলানা রেজাউল করিম, নায়েবে আমীর অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুূদ, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট মহিউদ্দিন শেখ, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানাসহ আওয়ামী লীগ, বিএনপি, ওয়ার্কার্স পার্টি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, উপজেলার রাজনগর ইউনিয়নের ২ বারের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আব্দুল হান্নান ডাবলু দুই সপ্তাহ পূর্বে করোনায় আক্রান্ত হন। তাকে প্রথমে খুলনাতে ও পরে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি মঙ্গলবার সকলে মারা যান।
খুলনা গেজেট/ টি আই