খুলনা, বাংলাদেশ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত
  কাতারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে নতুন বাংলাদেশ গড়তে আর্থিক ও বিনিয়োগের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

রামপালে খাল দখল মুক্ত করতে অভিযান

রামপাল প্রতিনিধি

রামপাল উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি খাস খাল দখল মুক্ত ও বাঁধ কাটা শুরু হয়েছে। শনিবার দিনব্যাপী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কবীর হোসেন খাল দখল মুক্ত ও বাঁধ ছুটানো অভিযান পরিচালনা করেন। এ সময় তাকে সহায়তায় করেন মল্লিকেরবেড় ইউপি চেয়ারম্যান তালুকদার সাবির আহমেদ।

অভিযান পরিচালনা কালে ওই ইউনিয়নের দখল মুক্ত ও বাঁধ কাটা খাল গুলো হলো হেতালমারী খাল, বড় ভাইজোড়া খাল, ছোটভাই জোড়া খাল, কৈয়ার খাল, ফুলতলার খাল, বরইতলার খাল, ময়েন্দাখালীর খাল ও পুটিমারীসহ ৮ টি খালের বেশ কয়েকটি বাঁধ, নেট-পাটা অপসারণ করেন।

এ বিষয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কবীর হোসেন জানান, নদী-খাল দখল ও দুষন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। দখলবাজরা যতই শক্তিশালী হোক কাউকে ছাড় দেয়া হবে না। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!