বাগেরহাটের রামপাল উপজেলার রোমজাইপুর গ্রামের স্কুল পড়ুয়া কিশোরীর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা মনজুর আহমেদ বাদী হয়ে রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রোমজাইপুর গ্রামের জনৈক ব্যক্তির স্কুল পড়ুয়া কিশোরী কন্যা (১২)কে একই এলাকার মনির খন্দকার ও সংরক্ষিত মহিলা আসনের সদস্য পদপ্রার্থী রিনা আক্তার হেনার পুত্র নাহিদ জামান তামিম(১৮) গত (৩০ মার্চ) রাতে তার ছবি বিকৃত করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়। এতে পারিবারিকভাবে মানসম্মান ও ক্ষতির সম্মুখীন হন ওই পরিবার।
এ ঘটনায় ভুক্তভোগীর পিতা অভিযোগ করে বলেন, আমি প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দেয়ার পর রামপাল থানার এসআই আনসার সাহেব ঘটনার তদন্ত করে ব্যবস্থা গ্রহণ না করে আমাকে মিমাংসার জন্য চাপ দেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত নাহিদ জামান তামিমের কাছে জানতে চাইলে সে ঘটনা স্বীকার করে বলে ওই মেয়ের সাথে ১০ মাস ধরে আমার সম্পর্ক ছিল। তার ছবি আমার মোবাইলে ছিল, কে বা কারা আমার মোবাইল ফোন হ্যাক করে ছবি ছড়িয়ে দিয়েছে ৷
তামিমের মা হেনার সাথে কথা হলে তিনি বলেন, তাকে হয়রানি করা হচ্ছে।
এ বিষয়ে এসআই আনসার উদ্দিন খানের কাছে জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করেন।
রামপাল থানার ওসি মো. সামসুদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি লিখিত অভিযোগের কপি পাওয়ার কথা স্বীকার করে বলেন, অভিযোগটি আবার অন্য এক অফিসারকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/ এস আই