ইসরায়েলি বিমান হামলায় মঙ্গলবার (১৮ জুন) গাজার দুটি ঐতিহাসিক শরণার্থী ক্যাম্পের ১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি ট্যাংক রাফার দক্ষিণাঞ্চলে ব্যাপক আকারে অভিযান চালাচ্ছে। স্থানীয় বাসিন্দা এবং মেডিকেলকর্মীরা এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স
বাসিন্দারা বলছে, ট্যাংক থেকে রাফার বিভিন্ন এলাকায় বোমা হামলা চালানো হচ্ছে এবং একযোগে বিমান থেকেও হামলা চালানো হচ্ছে। মে মাসে আগে থেকেই এখানে ১০ লাখের বেশি ফিলিস্তিনি শরণার্থী আশ্রয় নিয়েছিল। ইসরায়েল বাহিনী নতুন করে এখানে হামলা চালানোর পর অনেক শরণার্থী উত্তরঅঞ্চলে পালিয়ে গেছে।
একটি চ্যাট অ্যাপের মাধ্যমে রাফার বাসিন্দা এবং ছয় সন্তানের বাবা রয়টার্সকে জানিয়েছেন, বৈশ্বিক কোনো বাধা ছাড়াই ইসরায়েল রাফায় হামলা চালিয়ে যাচ্ছে। দখলদার ইসরায়েল বাহিনীকে এখানে হামলাতে কোনো বেগ পেতে হচ্ছে না।
ইসরায়েলি ট্যাংকগুলো রাফার তেল আল সুলতান, আল ইজবা এবং জুরুব এলাকায় অভিযান চালাচ্ছে। এছাড়া মিশর সীমান্ত এলাকায় রাফাহ ক্রসিং এলাকাতেও অভিযান চালাচ্ছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছে, আজ সকালে ইসরায়েলের গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছে। ওই এলাকার স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, ইসরায়েলি হামলায় অনেকের আগেই মৃত্যু হয়েছে। তাদের পক্ষে সেখানে পৌঁছানো সম্ভব হচ্ছে না।
ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, তারা রাফায় সুনির্দিষ্টভাবে হামাসের সামরিক স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে। এতে অনেক অস্ত্রধারী নিহত হয়েছে।
খুলনা গেজেট/এএজে