খুলনা, বাংলাদেশ | ২০ অগ্রহায়ণ, ১৪৩১ | ৫ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  আইনজীবী আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন গ্রেপ্তার
  সংবিধানের পঞ্চদশ সংশোধনী : রায় কবে জানা যাবে আজ

রাতে ঢাকা মাতাবেন আতিফ আসলাম

বিনোদন ডেস্ক

‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে গাইতে চলতি বছরে দ্বিতীয়বারের মতো ঢাকায় আসলেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে আয়োজন করা কনসার্ট আজ অনুষ্ঠিত হবে রাজধানীর আর্মি স্টেডিয়ামে।

ট্রিপল টাইম কমিউনিকেশনের আয়োজিত কনসার্টে পাকিস্তানের আতিফ আসলাম ও আব্দুল হান্নানের সঙ্গে গাইবেন বাংলাদেশের তাহসান খান ও কাকতাল। আরও গাইবে দেশের কাওয়ালি ব্যান্ড কাশিদা।

জাল ব্যান্ড দিয়ে পরিচিতি পান পাকিস্তানী কণ্ঠশিল্পী আতিফ আসলাম। ব্যান্ড ছাড়ার পর সলো ক্যারিয়ারেও সফল তিনি। ‘ও লামহে ও বাতে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’ থেকে ‘পেহলি দফা’র মতো জনপ্রিয় গান দিয়ে বাংলাদেশের শ্রোতাদের মধ্যেও জনপ্রিয় আতিফ আসলাম। ২০১৩ সালে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে প্রথমবার ঢাকায় আসেন আতিফ। এরপর ২০১৬ সালে ‘রিদম ফর অল উইথ আতিফ আসলাম নাইট লাইভ ইন ঢাকা’য় অংশ নিতে দ্বিতীয়বার বাংলাদেশ সফর করেন।

এর আগে গত এপ্রিলে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে পারফর্ম করেছিলেন পাকিস্তানের জনপ্রিয় এই সংগীতশিল্পী। বছর না ঘুরতে আবার ঢাকায় গান শোনাবেন তিনি। একই মঞ্চে হান্নান, তাহসান, কাকতাল ও কাশিদার পারফরম্যান্স দেখার অপেক্ষায় বাংলাদেশের দর্শক। কনসার্টে অংশ নিতে গতকাল বিকেলে ঢাকায় এসে পৌঁছেছেন আতিফ। এর আগে এক ভিডিও বার্তায় ঢাকায় কনসার্ট করার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। আজ রাত ৮টায় মঞ্চে ওঠার কথা তাঁর।

ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে কনসার্টের সব টিকিট। টিকিট টুমরো প্ল্যাটফর্মে টিকিট বিক্রি হয়েছে তিন ক্যাটাগরিতে—ম্যাজিকাল জোন ১০ হাজার টাকা, ফ্রন্ট জোন ৪ হাজার ৫০০ টাকা ও সাধারণ ২ হাজার ৫০০ টাকা। ম্যাজিকাল নাইট ২.০ কনসার্টে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন উপদেষ্টা নিজেই।

বিকেল ৫টা থেকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে কনসার্ট। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ১টায়। আয়োজক ট্রিপল টাইম কমিউনিকেশন থেকে জানানো হয়েছে, দর্শকদের একটি সুন্দর সন্ধ্যা উপহার দিতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে তারা।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!