দ্বিতীয় দিনের মতো মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বেনাপোল কাস্টমস হাউজে কলম বিরতি পালন করছেন রাজস্ব কর্মকর্তা ও সহকারি রাজস্ব কর্মকর্তারা।
ঢাকা কেরানীগঞ্জের পানগাও কাস্টমস হাউজের যুগ্ন কমিশনার কর্তৃক রাজস্ব কর্মকর্তা লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে গতকাল সোমবার বেনাপোল কাস্টমস হাউজের খুকাএভ এর কর্মকর্তারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
তারই অংশ হিসেবে বেনাপোল কাস্টমস হাউজে আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত খুকাএভ এর কর্মকর্তারা কলম বিরতি পালন করছেন। কলম বিরতি পালন করায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ সহ কাস্টমস হাউজে শুল্কায়ন কার্যক্রম সহ সকল কার্যক্রম বন্ধ থাকে । আমদানি-রপ্তানিসহ শুল্কায়ন কার্যক্রম বন্ধ থাকায় রাজস্ব আহরণও ব্যাহত হচ্ছে।
খুকাএভ এর সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক দেলোয়ার আহম্মেদ খান জানান, গত বুধবার পানগাও কাস্টমস হাউজের যুগ্ম-কমিশনার লুৎফুল কবির রাজস্ব কর্মকর্তা ভবেশ চন্দ্র কে ডেকে অনিয়ম থাকা ফাইলে স্বাক্ষর করাতে চেষ্টা করেন। তিনি স্বাক্ষর করতে অনিহা প্রকাশ করলে তাকে কিল-ঘুসি চড় থাপ্পড় মারেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এ ঘটনার প্রতিবাদে সারাদেশের কাস্টমস হাউজের ন্যায় বেনাপোল কাস্টমস হাউজেও আমরা আজ মঙ্গলবার কলম বিরতি পালন করছি এই কলম বিরতি সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত থাকবে । তাদের একটাই দাবি যুগ্ম-কমিশনার লুৎফুল কবিরের অপসারণ । অপসারণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান।
খুলনা গেজেট/এনএম