বেসরকারি উন্নয়ন সংস্থা দলিত’র অ্যাডভোকেসি ইনিশিয়েটিভস অফ দলিত কমিউনিটি (সেইড) প্রকল্প প্রমোটিং অ্যাডভোকেসি এন্ড রাইটস (পার) কার্যক্রমের আওতাভুক্ত দলিতদের অধিকার প্রতিষ্ঠায় সমস্যা চিহ্নিতকরণ ও পর্যালোচনা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় রাজনৈতিক ইশতেহারে দলিতদের সমস্যা সমূহ অন্তর্ভুক্তির দাবি জানানো হয়।
রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা সংস্থার নিজস্ব কার্যালয়ের হলরুমে এর আয়োজন করা হয়। কর্মশালায় শুভেচ্ছা বক্তৃতা প্রদান করেন দলিত’র নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস।
কর্মশালার লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যাবলী বর্ণনা করেন দলিতের সেইড প্রকল্পের হেড অফ প্রোগ্রাম বিকাশ কুমার দাস ও প্রকল্প ব্যবস্থাপক ইসরাত নূয়েরী হোসেন। কর্মশালায় সম্প্রীতি ফোরাম, সাংবাদিক, আইনজীবী, মানবাধিকার কর্মী, একাডেমিশিয়ান, দলিত ইয়ুথ লিডার ও এনজিও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় সভাপতিত্ব এবং সমাপনি বক্তৃতা প্রদান করেন এ্যাডভোকেট সাগরিকা দাস।
কর্মশালায় বক্তারা দলিত কমিশন এবং দলিত সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে তাদের পরিচয় পত্র প্রদান, দলিতদের স্থায়ী আবাসনের নিশ্চয়তা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ২, ৩, ৪ সংসদীয় নির্বাচনী আসনের প্রার্থীদের রাজনৈতিক ইশতেহারে দলিতদের সমস্যা সমূহ অন্তর্ভুক্তিসহ বেশ কিছু সুপারিশ উত্থাপিত হয়।
খুলনা গেজেট/এনএম