খুলনা, বাংলাদেশ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ঢাবির জগন্নাথ হলের ছাদ থেকে পড়ে সঞ্জু বাড়ই নামে এক শিক্ষার্থীর মৃত্যু
  জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
  সাড়ে ৫ ঘণ্টা পর হাত, পা বাঁধা অবস্থায় অপহৃত খাদ্য কর্মকর্তা উদ্ধার

রাজধানী ঢাকা থেকে নিখোঁজ তিন বোন যশোরে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর

রাজধানী ঢাকার আদাবর থেকে নিখোঁজ তিন বোনকে যশোরে উদ্ধার করা হয়েছে। তারা আদাবরের খালার বাসা থেকে বৃহস্পতিবার দুপুরে বের হন। এরপর থেকে তারা নিখোঁজ ছিলেন। শুক্রবার (১৯ নভেম্বর) তাদের যশোরের চাঁদপাড়া গ্রাম থেকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার যশোর কোতোয়ালি মডেল থানার এসআই আনসারুল হক সদর উপজেলার চাঁদপাড়া পশ্চিমপাড়া থেকে নিঁখোজ তিন বোন রুকাইয়া আরা চৌধুরী (২১), জয়নব আরা চৌধুরী (১৯) ও খাদিজা আরা চৌধুরীকে (১৭) উদ্ধার করেন। তারা তাদের বাবা রফিকুজ্জামানের বাড়িতেই ছিলেন।

জানা যায়, রফিকুজ্জামান ছিলেন স্কুল শিক্ষক। তারা বাবা মায়ের সাথে উত্তরা লেকসিটি কনকর্ডে ভাড়া বাসায় থাকতেন। ২০১২ সালের দিকে তাদের বাবা-মায়ের মধ্যে ঝগড়া হলে বাবা যশোর চলে আসেন এবং মেয়েরা তার মায়ের সাথে ঢাকায় থেকে যান। ২০১৩ সালের ২৮ আগস্ট তিন মেয়ের মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর রুকাইয়া আরা চৌধুরীকে লালন-পালনের দায়িত্ব নেন তার খালা সাজিয়া নওরিন চৌধুরী এবং জয়নব আরা চৌধুরী ও খাদিজা আরা চৌধুরীর লালন-পালনের দায়িত্ব নেন অপর খালা সামিয়ারা চৌধুরী। এক পর্যায়ে গত বৃহস্পতিবার মহাম্মদপুরের বাসা থেকে তারা তিনবোন নিখোঁজ হন। এরপর খালা সাজিয়া নওরিন আদাবর থানায় নিখোঁজ সংক্রান্ত একটি জিডি করেন।

থানা পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা পুলিশকে জানিয়েছেন বাবা-মা আলাদাভাবে বসবাসের পর থেকে তাদের বাবার সাথে যোগাযোগ করতে দেয়া হয়নি। মা মারা যাবার পর বিভিন্ন সময় তাদের ওপর অত্যাচার করা হতো। এ কারণে তারা তিন বোন পরামর্শ করে মহাম্মদপুর হতে পালিয়ে যশোরে বাবার বাড়ি চলে আসেন। এখান থেকে পুলিশ তাদের উদ্ধার করেছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!