বিএনপি ও সমমনা দলগুলোর ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল কর্মসূচির আগের রাতে রাজধানীতে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এক ঘণ্টার ব্যবধানে তালতলা ও গুলিস্তানে এ দুই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে আগারগাঁও তালতলায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এক ঘণ্টা পর সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে গুলিস্তান টোল প্লাজার সামনে কমল পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়া হয়।
আজ রাত ৮টায় এসব তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম।
তিনি জানান, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে আগারগাঁও তালতলায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন লাগার সংবাদ পাই আমরা। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে যায়।
এ ছাড়া গুলিস্তান টোল প্লাজার সামনে কমল পরিবহনের আরেকটি বাসে আগুন লাগার সংবাদ পেয়ে সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ করছে।
তবে এসব অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
উল্লেখ্য, রবিবার থেকে আবারও টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি ও সমমনা দলগুলো। একতরফাভাবে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে এ হরতালের ডাক দেওয়া হয়েছে।
খুলনা গেজেট/কেডি