খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  মহাখালীতে সড়ক-রেললাইন অবরোধ শিক্ষার্থীদের, সারা দেশের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ
  ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তির ভিত্তিতে সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে : চিফ প্রসিকিউটর
  জুলাই-আগস্ট গণহত্যার মামলায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ ১৩ জনের শুনানি চলছে
  শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত শেষ করা ১৭ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ ট্রাইব্যুনালের

রাজধানীতে বাসের ধাক্কায় নিহত ২ : চালক পালিয়ে যাওয়ায় চালাচ্ছিলেন পুলিশের এএসআই

গে‌জেট ডেস্ক

রাজধানীর গুলিস্তানে শ্রাবণ পরিবহনের একটি বাসের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে। শ্রাবণ পরিবহনের বাসটি চালাচ্ছিলেন পল্টন থানার একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। তার নাম এমাদুল হক। তার বৈধ ড্রাইভিং লাইসেন্সও রয়েছে। এ ঘটনায় তাকে আটক করেছে থানা পুলিশ।

তবে এ ঘটনার শুরুটা ঘটে রাজধানীর হানিফ ফ্লাইওভারে। সেখানে ঘাতক বাসটি ওয়ারী থানার পুলিশ কনস্টেবল নাসির উদ্দিনকে ধাক্কা দেয়। এরপরে বাসের মূল চালক ও তার সহকারী বাসটি ফেলে পালিয়ে যায়। তখন বাসটি রাস্তায় পড়ে থাকায় ফ্লাইওভারে তীব্র যানজট সৃষ্টি হয়। এ সময় সেখানে আহত কনস্টেবলকে হাসপাতালে পাঠিয়ে যানজট কমাতে আটক এএসআই বাসটি নিজে চালিয়ে অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেন। কিন্তু বাসটি যে ব্রেক ফেল ছিল তা তিনি আগে থেকে জানতেন না। বাসটি আহাদ পুলিশ বক্সের কাছে এলে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের ওপর উঠে যায়। এতে বাসের ধাক্কায় গুরুতর আহত হন চারজন পথচারী।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে গুলিস্তানের আহাদ পুলিশ বক্সের কাছে এই দুর্ঘটনা ঘটে।

রাতে পল্টন থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) শামীম হোসেন জাগো নিউজকে বলেন, আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়।

তিনি বলেন, শ্রাবণ পরিবহনের বাসের ধাক্কায় আহত পুলিশ কনস্টেবল নাসির উদ্দিনকে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর দুর্ঘটনার জন্য দায়ী পুলিশের এএসআই এমাদুল হককে আটক করা হয়েছে এবং বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী একজন বাদী হয়ে পল্টন থানায় মামলা করেছেন।

এসআই শামীম হোসেন আরও বলেন, ঘটনার মূলহোতা হলো শ্রাবন বাসের মূল চালক ও তার সহকারী। বাসটি প্রথমে হানিফ ফ্লাইওভারে কনস্টেবল নাসির উদ্দিনকে ধাক্কা দেয়। এ ঘটনার পর বাসের চালক ও তার সহকারী পালিয়ে যায়। তখন সেখানে যানজট কমাতে এএসআই এমাদুল হক নিজে চালিয়ে বাসটি অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু আগে থেকেই বাসের ব্রেক ফেল থাকার কারণে গুলিস্তান এসে বাসটি পথচারীদের ধাক্কায় দেয়।

আটক এএসআইয়ের ড্রাইভিং লাইসেন্স ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, এএসআই এমাদুল হক পুলিশে কনস্টেবল পদে চাকরি শুরু করেন। তখন তিনি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের গাড়ি চালাতেন। তখন থেকেই তার ড্রাইভিং লাইসেন্স ছিল এবং গাড়ি চালানোর অভিজ্ঞতাও ছিল। পরবর্তীতে এমাদুল পদোন্নতি পেয়ে এএসআই হন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!