রাজধানীর ফার্মগেটের সেজান পয়েন্ট মার্কেটের একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। দোকান মালিক সরজিৎ মল্লিকের দাবি, তার দোকান থেকে ২০০ ভরির বেশি স্বর্ণ চুরি হয়েছে।
এই ঘটনায় তেজাগাঁও থানায় মামলা করেছেন সরজিৎ মল্লিক। বুধবার সন্ধ্যায় শেরেবাংলা নগর থানার ওসি মু. আহাদ আলী বলেন, এই ঘটনায় রাতে একটি চুরির মামলা হয়েছে। কিন্তু ঘটনার শোনার পর থেকেই তদন্ত চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মালিক দোকান খুলে এ লুটের বিষয়ে জানতে পারেন। মার্কেটের চার তলার দুটি দোকান থেকে এসব স্বর্ণ চুরি হয়েছে। এরপর তারা বিষয়টি পুলিশকে জানায়।
দুপুরে মিন্টো রোডের নিজ কার্যালয়ে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান হারুন অর রশীদ বলেন, চুরির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দারা মাঠে কাজ করছে। তাদের আইনের আওতায় আনা হবে।
দোকানের মালিক সরজিৎ মল্লিক জানান, বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে মার্কেট কমিটি ফোন করে জানায়, স্বর্ণের দোকানে চুরি ঘটনা ঘটেছে। পরে এসে দেখা যায়, দোকানের কেচিগেট ভেঙে ভেতরে ঢুকেছিল চোররা। দোকানে এক পিস নাকফুলও নেই। দোকানে দেড়শো থেকে ২০০ ভরি স্বর্ণ ছিল। যার দাম প্রায় ২ কোটি টাকা।
চুরির ঘটনায় একটি সিসিটিভির ফুটেজে দেখা যায়, রাত ৪টা ১৫ মিনিটের দিকে কেচিগেটের দুটি রড কেটে দোকানের ঢোকে দুজন চোর। তাদের গায়ে কালো জামা–প্যান্ট এবং মাথায় হেলমেট। একটু পর সিসিটিভি ক্যামেরা দেখে সেটা বন্ধ করে দেয়। ওই সময় তারা দোকানে থাকা সব স্বর্ণ ব্যাগে ভরে নিয়ে যায়।
ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ জানান, চুরির ঘটনায় ছায়া তদন্ত শুরু করছে ডিবি পুলিশ। সিসি ফুটেজ দেখে চোর শনাক্ত করার চেষ্টা চলছে। দোকান থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।