খুলনা, বাংলাদেশ | ৭ পৌষ, ১৪৩১ | ২২ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  নরসিংদীতে ব্যাডমিন্টন খেলার সময় যুবককে গুলি করে হত্যা
  ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ যানবাহনের সংঘর্ষ, আহত ১৫
  ব্রাজিলে দুর্ঘটনায় বাসে আগুন, পুড়ে নিহত ৩৮

রাখাইনে জান্তার আঞ্চলিক সামরিক কমান্ড বিদ্রোহীদের দখলে

আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমারের জাতিগত বিদ্রোহী গোষ্ঠী রাখাইন রাজ্যের একটি সামরিক আঞ্চলিক কমান্ড দখল করেছে। এটাকে জান্তার জন্য একটি বড়মাপের ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।

এএফপি’র খবরে জানা যায়, কয়েক সপ্তাহের লড়াইয়ের পর শুক্রবার আরাকান আর্মি (এএ) অ্যান-এ জান্তার পশ্চিমাঞ্চলীয় আঞ্চলিক কমান্ড ‘সম্পূর্ণভাবে দখল’ করে নিয়েছে। ওই গ্রুপটি তাদের টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে একথা বলেছে। পাঁচ মাসের মধ্যে অ্যান হচ্ছে মিয়ানমারের সামরিক জান্তার দ্বিতীয় আঞ্চলিক সামরিক কমান্ড, যা জাতিগত বিদ্রোহীদের দখলে চলে গেছে।

মিয়ানমারের সেনাবাহিনীর দেশজুড়ে ১৪টি আঞ্চলিক কমান্ড রয়েছে। ২০২১ সালে সেনাবাহিনীর অভ্যুত্থানের বিরুদ্ধে শুরু হওয়া জাতিগত বিদ্রোহী গোষ্ঠীর লড়াই এখনো চলছে।

গত বছরের নভেম্বরে আরাকান আর্মি মিয়ানমারের নিরাপত্তা বাহিনীকে আক্রমণ করার পর থেকে রাখাইন রাজ্যে লড়াই শুরু হয়েছে। আরাকান আর্মি যোদ্ধারা রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল দখল করে নিয়েছে, যেখানে চীন ও ভারত-সমর্থিত বন্দর প্রকল্প রয়েছে এবং তারা রাজ্যের রাজধানী সিতওয়েকে বিচ্ছিন্ন করে ফেলেছে।

আরাকান আর্মি তাদের হেফাজতে থাকা এক ব্যক্তির ছবি পোস্ট করেছে, যাকে বলা হয়েছে অ্যান ডেপুটি আঞ্চলিক কমান্ডার। তবে এএফপি সেই তথ্য নিশ্চিত করতে পারেনি। তারা মন্তব্যের জন্য আরাকান আর্মি’র মুখপাত্রের সাথে যোগাযোগ করেছে। এএফপি অ্যানের আশেপাশে থাকা লোকদের কাছেও পৌঁছাতে পারেনি, কারণ সেখানে ইন্টারনেট ও ফোন পরিষেবাগুলো বিচ্ছিন্ন।

মিয়ানমারের সীমান্তবর্তী অঞ্চলে অসংখ্য জাতিগত সশস্ত্র গোষ্ঠী রয়েছে, যারা স্বাধীনতার পর থেকে স্বায়ত্তশাসন ও লাভজনক সম্পদের নিয়ন্ত্রণের জন্য সামরিক বাহিনীর সাথে লড়াই করেছে। গত মাসে জাতিসঙ্ঘ সতর্ক করে বলেছিল যে রাখাইন রাজ্য দুর্ভিক্ষের দিকে যাচ্ছে, কারণ চলমান সংঘর্ষে বাণিজ্য ও কৃষি উৎপাদন স্থবির হয়ে যাচ্ছে।

জাতিসঙ্ঘের উন্নয়ন কর্মসূচির প্রতিবেদনে বলা হয়েছে, রাখাইনের অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ রয়েছে। যদি খাদ্য নিরাপত্তাহীনতার বর্তমান মাত্রার সমাধান না করা হয়, তাহলে ২০২৫ সালের মাঝামাঝি দুর্ভিক্ষ পরিস্থিতি দেখা দিতে পারে।

সূত্র : এএফপি/বাসস

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!