খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ আজ
  অ্যান্টিগা টেস্ট: ৪৫০ রানে ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৪০/২

রঙিন ঘুড়িতে বর্ণিল খুবির আকাশ

অর্ক মন্ডল, খুবি প্রতিনিধি

শৈশবের স্মৃতিকে অম্লান করে রাখতে এবং গ্রাম বাংলার ঐতিহ্যের পুনরাবৃত্তি ঘটাতে খুলনা বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় ঘুড়ি উৎসবের। পহেলা বৈশাখ উপলক্ষে গতকাল ৩রা মে, শুক্রবার এই উৎসবের আয়োজন করা হয়।

বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত ঘুড়ি উৎসবের আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। উৎসবে বিকাল না গড়াতেই দেখা যায় শিক্ষার্থীদের আনাগোনা। খুলনার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে ঘুড়ি প্রেমী মানুষ। মুহূর্তে খুলনা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় মানুষের মিলনমেলায়। রঙ বেরঙের ও বিভিন্ন আকৃতির ঘুড়ি সম্বলিত স্টল দেখা যায় এই উৎসবে। এছাড়াও বিভিন্ন খাবার,পানীয়, হস্তশিল্প, প্রসাধনী ছোট ছোট স্টল চোখে পড়ে। কেন্দ্রীয় খেলার মাঠের এক প্রান্তে দেখতে পাওয়া যায় নাগরদোলার।

আয়োজক কমিটির এক সদস্য বলেন,”পুরোনো দিনের ঐতিহ্য ধরে রাখতে এবং নতুন প্রজন্মকে এই ঘুড়ি উৎসবের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই তাদের এই আয়োজন।”

খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী ছাত্র বিষয়ক পরিচালক রাজু রায় বলেন,” প্রতি বছর খুলনা বিশ্ববিদ্যালয় চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উৎসবটির আয়োজন করে থাকে। গত কয়েক বছর ধরে আমরা অনুষ্ঠানটি করতে পারিনি। কিন্তু আবারো বাঙালি কৃষ্টিকে লালন করার এই আয়োজনের জন্য আয়োজক শিক্ষার্থীদের বিশেষ ধন্যবাদ জানাচ্ছি।”

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় ছুটিতে থাকায় পহেলা বৈশাখের উৎসব এখন করা হচ্ছে। আজ শনিবার (৪মে) সকাল ১০টা থেকে উৎযাপিত হবে বৈশাখী উৎসবের। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের পক্ষ থেকে সেখানে থাকবে আকর্ষণীয় সব স্টল ও দ্রব্যাদি।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!