খুলনা, বাংলাদেশ | ১০ মাঘ, ১৪৩১ | ২৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২৩ দিনে ডেঙ্গুতে ৯ মৃত্যু, আক্রান্ত হাজার ছুঁইছুঁই

যৌন হয়রানির অভিযোগ কোটালীপাড়ার সেই শিক্ষককে সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ছাত্রীদের যৌন হয়রানীর অভিযোগে অভিযুক্ত শিক্ষক চিম্ময় বসুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১৬মে) বিকালে গোপালগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ প্রাথমিক তদন্তের ভিত্তিত্বে এই আদেশ প্রদান করেন এবং বিভাগীয় তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য উর্ব্ধতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেছেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানাগেছে, গোপালগঞ্জ কোটালীপাড়া উপজেলার ৯৭নং কান্দি বানিয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক চিন্ময় বসুর বিরুদ্ধে পঞ্চম শ্রেণীর ছাত্রীদের পাঠদানের সময় যৌন হয়রানির অভিযোগ উঠে।

এঘটনার পর কোটালীপাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন বিদ্যালয় পরিদর্শন করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি সম্পর্কে অবহিত করেন এবং তদন্ত প্রতিবেদন জমা দেন। এরই প্রেক্ষিতে মঙ্গলবার বিকালে (১৬মে) অভিযুক্ত শিক্ষককে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে সাময়িক ভাবে অব্যাহতি প্রদান করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

উল্লেখ্য শিক্ষক চিন্ময় বসু প্রতিনিয়ত শ্রেণিকক্ষে পাঠদানের সময় পঞ্চম শ্রেণির বিভিন্ন ছাত্রীদের কাছে ডেকে নিয়ে তাদের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিতেন।এ ঘটনায় ওই সকল ছাত্রী তাদের অভিভাবকদের জানালে ক্ষোভের সৃষ্টি হয়। তারা বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিখা হালদারসহ অন্যান্য শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি রাবেয়া সুলতানাকে জানান। এ ঘটনার পর অভিযুক্ত শিক্ষক তিন দিনের ছুটি নিয়ে গা ঢাকা দেন। রবিবার (১৪ মে) ছুটির মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত তিনি বিদ্যালয়ে যোগদান করেননি।

খুলনা গেজেট/ এসজেড

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!