খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে কেসিসির ৪নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর টিপু নিহত

‘যৌন নিগ্রহ কখনো হাসির বিষয় নয়’

বিনোদন ডেস্ক

যৌন নিগ্রহের মতো ঘটনা কখনো হাসির বিষয় নয়। এমন ঘটনার সঙ্গে আপস করার মতো মানুষও নন টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। এ কারণে ‘শিবপুর’ সিনেমার কোনো প্রচার অনুষ্ঠানে অংশ নেবেন না বলে জানিয়েছেন ইন্ডাস্ট্রির সফল এ অভিনেত্রী।

সিনেমাটি টিজার-ট্রেলার প্রকাশের আগেই বিতর্কে জড়িয়েছিল। অভিনেত্রী অভিযোগ এনেছিলেন, সিনেমার অন্যতম প্রযোজক সন্দীপ সরকার ও তার সহযোগী রভীশ শর্মা কুরুচিকর ভাষায় ই-মেইল করেছিলেন স্বস্তিকা ও তার ম্যানেজারকে। নগ্ন ছবি ছড়িয়ে দেয়ারও হুমকি দেয়া হয়েছিল। এমনকী প্রাণনাশেরও হুমকি দেয়া হয় টালি তারকাকে।

অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় ই-মেইলের স্ক্রিনশটগুলো শেয়ার করেছিলেন। একই সঙ্গে পুলিশ ও ইম্পার কাছেও অভিযোগ জানিয়েছিলেন তিনি।

এদিকে আগামী ৩০ জুন ‘শিবপুর’ সিনেমা মুক্তি পাওয়ার কথা। এখন প্রশ্ন উঠেছে, স্বস্তিকা কি সিনেমাটির প্রচারণায় অংশ নেবেন? এ প্রশ্ন যখন চারপাশে ঘোরাফেরা করছে, সেই সময় বিষয়টি স্পষ্ট করলেন তারকা।

সংবাদ প্রতিদিনের খবর, স্বস্তিকা বলেন, আমার সাংবাদিক বন্ধুরা যারা আমাকে গত কয়েক দিন ধরে ফোন করে জানতে চাচ্ছিলেন, ‘শিবপুর’ সিনেমার ট্রেলার লঞ্চে থাকব কিনা। তাদের বলছি, আমি থাকবা না।

স্বস্তিকা বলেন, আমি এখন কলকাতায় নেই। থাকলেও অনুষ্ঠানে অংশ নিতাম না। যদি সেখানে আমার উপস্থিত থাকার কথা বলে থাকেন, তবে তিনি মিথ্যা বলেছেন। যৌন নিগ্রহ কোনো হাসির বিষয় নয়। আর এর কোনো ক্ষমাও হতে পারে না। এভাবে দায়ও সারা যায় না।

টালি তারকা আরও বলেন, প্রযোজক বিষয়টি হালকাভাবে নিতেই পারেন। কিন্তু এটা তা নয়। কখনো হবেও না। শিবপুর সিনেমা আমার। এ কারণে ট্রেলার অবশ্যই শেয়ার করব ভক্ত-অনুরাগীদের জন্য।

খুলনা গেজেট/এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!