সারাদেশে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় খুলনার দিঘলিয়া উপজেলাধীন যোগীপোল ইউনিয়নের ৯টি ওয়ার্ডে এবং সকল মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠানে মশা নিধন স্প্রে করার উদ্যোগে গ্রহণ করা হয় । উদ্যোগের অংশ হিসেবে এডিস মশা নিধন কার্যক্রমে মশার প্রজননস্থলে স্প্রে এবং জনসচেতনতামুলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়।
এ সকল কর্মসূচি বাস্তবায়নে মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে ডেঙ্গু প্রতিরোধ অভিযান ও এডিস মশা নিধন কার্যক্রমের উদ্বোধন করেন যোগীপোল ইউপি চেয়ারম্যান মোঃ সাজ্জাদুর রহমান লিংকন। কার্যক্রমের উদ্বোধনকালে তিনি বলেন, এডিস মশার হাত থেকে বাঁচতে আমাদের প্রত্যেককে আরো বেশী সচেতন হতে হবে। আমাদের বাড়ির আঙ্গিনা এবং এডিসের লাভা জমে এমন স্থান পরিষ্কার রাখতে হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম পিটো, ইউপি সদস্য শেখ আমজাদ হোসেন, গোলাম কিবরিয়া, রফিকুল ইসলাম, শাহ হাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মোঃ মামুন শেখ, সংরক্ষিত মহিলা মেম্বর মাহফুজা বেগম, শাহারা জলি খানম, হাফিজা বেগমসহ ইউনিয়ন পরিষদের সদস্য ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/লিপু