খুলনা, বাংলাদেশ | ১০ ফাল্গুন, ১৪৩১ | ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  মানবতাবিরোধী অপরাধ : জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি মঙ্গলবার
  খালেদা জিয়াকে খালাসের বিরুদ্ধে আবেদনের শুনানি ২ মার্চ
  প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে ঢাকার পথে কুয়েটের ৮০ শিক্ষার্থী

যে কারণে ‘পুষ্পা’ হওয়ার প্রস্তাব ফিরিয়েছিলেন শাহরুখ

বিনোদন ডেস্ক

গত বছরের ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘পুষ্পা টু: দ্য রুল’। মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যে ১০০০ কোটির ঘরে নাম লিখিয়ে ফেলে দক্ষিণী নায়ক আল্লু অর্জুনের এই ছবি। বিশ্বে সর্বপ্রথম এই ছবিটিই বক্স অফিসে সবচেয়ে কম সময়ের মধ্যে হাজার কোটির ব্যবসার ইতিহাস গড়ে।

‘পুষ্পা’ সুপারহিট হওয়ার পর থেকেই তার সিক্যুয়েল নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে ওঠে। পুষ্পা হিসেবে আল্লু এতটাই জনপ্রিয়, এই মুহূর্তে তিনি ছাড়া অন্য কোনো অভিনেতা অথবা তারকাকে এই চরিত্রে ভাবতে নারাজ দর্শক, অনুরাগীরা। তবে অনেকেরই হয়তো অজানা, আল্লু অর্জুনের আগে ‘পুষ্পা’ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল শাহরুখ খানকে।

প্রকাশ্যে এ কথা ফাঁস করেছিলেন শাহরুখ নিজেই। ভিকি কৌশলের সঙ্গে জুটি বেঁধে একটি ফিল্মি অ্যাওয়ার্ড শো সঞ্চালনার মাঝে মঞ্চ থেকেই একথা বলে উঠেছিলেন কিং খান। সঙ্গে এও জানিয়েছিলেন, কেন ফিরিয়েছিলেন পুষ্পা হওয়ার প্রস্তাব।

এ সময় পুষ্পা ছবির প্রসঙ্গ উঠতেই মজার ছলে আর্তনাদ করে শাহরুখ বলে ওঠেন, ‘ওরে, এসব আর বলিস না। মনে ব্যাথা লাগে। আমি সত্যি সত্যিই পুষ্পা ছবিতে অভিনয় করতে চেয়েছিলাম কিন্তু আল্লু অর্জুনের মতো ব্যক্তিত্ব, ভাবসাব আমার নেই।’ এ কথা শোনামাত্রই সেখানে উপস্থিত সকল দর্শক হেসে দেন।

প্রসঙ্গত, বিশ্বব্যাপী ১৭০০ কোটি রুপি যায় করেছে ‘পুষ্পা টু’ ছবিটি। তবে এই ছবি নিয়েই বর্তমানে সমস্যায় আছেন আল্লু অর্জুন। গত ৪ ডিসেম্বর রাতে ‘সন্ধ্যা’ থিয়েটারে ‘পুষ্পা টু’ সিনেমার প্রিমিয়ারে ঘটে যাওয়া দুর্ঘটনায় মৃত্যু হয় ৩৫ বছরের এক নারীর। সে ঘটনার প্রেক্ষিতে এফআইআর দায়ের করে হায়দরাবাদ পুলিশ। এরপর গত ১৩ ডিসেম্বর সকালে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় আল্লুকে। এরপর ৫০ হাজার রুপির বন্ডে নায়কের অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!