বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে স্বাগতিক দেশ মাত্র একবার গ্রুপ পর্বে বিদায় নিয়েছে। এবার কাতারের ওই লজ্জায় ডুবার শঙ্কা আছে। পেট্রো ডলারের অর্থে বিশ্বকাপ পাওয়া আকরাম আফিফরা তাই মান রক্ষার লড়াইয়ে নামছে।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিকরা মুখোমুখি হচ্ছে দক্ষিণ আমেরিকার দল ইকুয়েডরের। দুই দলই রক্ষণাত্মক ফুটবল খেলে। তবে দ্বিতীয় রাউন্ডের কথা মাথায় রেখে দু’দলই জয়ের চেষ্টা করবে।
কাতারের স্প্যানিশ কোচ সানচেজ বাস এই ম্যাচের জন্য ৩-৪-৩ ফরমেশনে সাজিয়েছেন। চার মিডফিল্ডার নিয়ে পজিশং প্লেয়িং খেলার চেষ্টা করবে তার দল। ইকুয়েডর দল সাজিয়েছে ৪-৪-২ ফরমেশনে। অর্থাৎ রক্ষণই তাদের শেষ কথা।
কাতারের একাদশ: শাদ আল সাঈব, আব্দেলকরিম হাসান, বৌলেম খৌকি, আল রাওই, হোম্যান আহমেদ, আব্দুলআজিজ হাতেম, করিম বৌদিয়াফ, আকরাম আফিফ, আলমঈজ আলী, হাসান আল হেইদৌস।
ইকুয়েডরের একাদশ: গালিন্দেজ, এস্তুপিনান, হিনক্যাপি, তোরেস, অ্যাঞ্জেল প্রিকাইদো, ইবারা, কেইসেদো, মেন্ডেস, প্লাটা, এস্ত্রেদা, ভ্যালেন্সিয়া।