গ্রুপ পর্বের ম্যাচ শেষে শেষ চারের চারটি দল নিশ্চিত হওয়ায় সেমিফাইনালে কে কার মুখোমুখি হবে তাও চূড়ান্ত হয়েছে। ২০২০ সালে যাদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ, সেই ভারতই বাংলাদেশের সেমিফাইনালের প্রতিপক্ষ।
‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত পরস্পরের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলেছে। পাকিস্তান সর্বোচ্চ তিনটি জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দুটি জয় নিয়ে ভারত হয়েছে রানার-আপ। দুই চিরপ্রতিদ্বন্দ্বি তাই পেয়েছে সেমিফাইনালের টিকিট।
‘বি’ গ্রুপে বাংলাদেশ ছাড়াও ছিল শ্রীলঙ্কা, কুয়েত ও নেপাল। বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই দলই দুটি করে জয় পেয়েছে। করোনার হানায় বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ পণ্ড হলেও রান রেটে এগিয়ে থাকায় বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ ছাড়াও এই গ্রুপ থেকে রানার-আপ হয়ে সেমিফাইনালে উঠেছে শ্রীলঙ্কা।
৩০ ডিসেম্বর দুবাইয়ে প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন পাকিস্তানের মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। একইদিন শারজায় দ্বিতীয় সেমিফাইনালে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের রানার-আপ ভারত।
খুলনা গেজেট/ এস আই