বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের ৩১ জন ক্রিকেটার নিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে আন্তঃস্কোয়াড ওয়ানডে অনুশীলন ম্যাচ। যেখানে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ সবুজ দলকে ১০৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ লাল দল।
মোস্তাকিম মিয়া ও মাকসুদুর রহমানের আগুনঝড়া বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি সবুজ দলের ব্যাটসম্যানরা। জয়ের জন্য ২৫৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে সবুজ দল। ১৪ রানে ২ উইকেট হারানোর পর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা।
মাত্র ১০০ রানে ৮ উইকেট হারানো দলটি গোলাম কিবরিয়া এবং নাঈমুর রহমান নয়নের কল্যাণে শেষ পর্যন্ত থামে ১৫২ রানে। ৭০ বলে ৩৫ রান করেন কিবরিয়া আর তাঁর সতীর্থ নয়ন করেছেন ৪১ বলে ২২ রান। লাল দলের হয়ে তিনটি করে উইকেট নেন মাকসুদুর এবং মোস্তাকিম। আর দুটি করে উইকেট নিয়েছেন লিপন ও লিয়ন।
এর আগে ব্যাট করতে নেমে দলীয় ৭ রানেই সাজঘরে ফিরে যান হাবিবুর সাকিব মুন্না। শুরুর দিকে উইকেট পড়লেও দলের হাল ধরেন ইফতেখার হোসেন ইফতি ও সাকিব শাহরিয়ার। এই দুজনের অনবদ্য ১৭২ রানের জুটিতে বড় সংগ্রহের পথে হাঁটে লাল দল। শাহরিয়ার ৮৭ রান করে ফিরে গেলেও শেষ পর্যন্ত ৮৩ রানে অপরাজিত থাকেন ইফতি।
ইনিংসের মাঝপথে দল কিছুটা খেই হারালেও শেষ দিকে আশরাফুল হাসান রিশাদ খানের ৪১ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৫৭ রান তুলে লাল দল। সবুজ দলের হয়ে তিনটি উইকেট নিয়েছেন কিবরিয়া।
শিরোপা ধরে রাখার মিশনে ২০২২ সালের যুব বিশ্বকাপকে সামনে রেখে আবারও শুরু হচ্ছে যুবা টাইগারদের অনুশীলন ক্যাম্প। ২২ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে এই অনুশীলন ক্যাম্প।
দুই সপ্তাহের এই অনুশীলন ক্যাম্পে মোট পাঁচটি ৫০ ওভারের অনুশীলন ম্যাচ খেলার সুযোগ পাবে তারা। প্রত্যেক ম্যাচ শেষে একদিন করে বিশ্রামে থাকার সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা। দুই সপ্তাহের অনুশীলন ক্যাম্প শেষে ৫ ডিসেম্বর ঢাকায় ফিরবেন যুব দল।
খুলনা গেজেট/এএমআর