খুলনা, বাংলাদেশ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, খুলেছে ৭ আবাসিক হল
  অন্যায়ভাবে ভিসি’কে অপসারণ করলে শিক্ষা কার্যক্রম বন্ধ: কুয়েট শিক্ষক সমিতি

যুবদল নেতা ইসহাককে ৩ বছরের কারাদণ্ড

গেজেট ডেস্ক

যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার ও তার বড় ভাই ইয়াকুব সরকারকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও ৭ জনের বিরুদ্ধে একই রায় ঘোষণা করেছেন আদালত।

আজ মঙ্গলবার দ্রুত বিচার আইনে বংশাল থানায় ২০১৩ সালের ২৫নং মামলায় তাদের বিরুদ্ধে এ সাজা প্রদান করেন সিএমএম আদালতের বিচারক আশেক ইমাম। দণ্ডপ্রাপ্ত আসামি ইয়াকুব সরকার ৮ মাস ধরে কারাগারে আছেন।

সাজাপ্রাপ্ত অন্যান্য আসামিরা হলেন— আরমান, আনোয়ার হোসেন রকি, আব্দুর রাজ্জাক মিন্টু, এডভোকেট রাশেদ, পারভেজ, সোহেল, নাদের। দ্রুত বিচার আইনের ৪ ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এর আগে পৃথক দুই মামলায় ইসহাক সরকারকে দুই বছর ও আড়াই বছর সাজা হয়। তার বিরুদ্ধে ৩২৭টি মামলা রয়েছে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!