খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকাল ৩ টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন খুলনা জেলা যুবদলের সভাপতি এস এস শামীম কবির এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ।

সভার প্রধান অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন।

সভায় বক্তৃতা করেন জেলা যুবদল সহ সভাপতি মোল্লা রিয়াজুর ইসলাম, ওহেদুজ্জামান সোহাগ, আতিক নেওয়াজ চঞ্চল, রাহাদুল হক কচি,সেখ শাহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাবির আলী, মোল্লা হুমায়ূন কবির, শফিকুল ইসলাম বাচ্চু, মাসকুর হাসান ফ্রান্স, সন্দীপ চট্টোপাধ্যায়, হাবিবুর রহমান বেলাল, কুদরতি এলাহী স্পীকার, খন্দকার ফারুক হোসেন, এনামুল হক পারভেজ, তৌহিদুজ্জামান মুকুল, প্রভাষক মঞ্জুর রশীদ, মোল্লা মশিউর রহমান, সরদার বিল্লাহ হোসেন, মোল্লা মাহমুদুল হাসান মিঠু, আতিকুজ্জামান আশিক, আজিজুর রহমান আজিবর, আব্দুর রাজ্জাক কচি, শেখ অহিদুল ইসলাম, মোঃ ওবায়দুল্লা, এ্যাডঃ আ.ফ.ম মুক্তা, মোঃ শেখ মিরাজ হোসেন, আবু বক্কর সিদ্দিকী নিরু, বাহাদুর মুন্সি, আজমল হোসেন লিটন, সরদার ইমরান হোসেন, মহতাসিন বিল্লাহ, জিএম রুস্তুম, রেজাউল হক খোকন, বাহাউদ্দীন বিশ্বাস, আহাদুর রহমান লিটন, মিজানুর রহমান, মোঃ নিপু, কিমিয়া সাহাদাত, মোক্তরুজ্জামান সবুর, শফিকুল ইসলাম শফিক, মুক্তাদির বিল্লাহ, দেলোয়ার হোসেন, মোঃ রমজান আলী প্রমূখ।

প্রস্তুতি সভার সর্বসম্মতিভাবে সিদ্ধান্ত গৃহীত হয় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিতিতে বিশাল যুব মহাসমাবেশ করার মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যার্বতন ও বর্তমান সরকার পতনের জন্য খুলনার যুবদল যে প্রস্তুত সেই বার্তা দেওয়া। সূত্রঃ প্রেস বিজ্ঞপ্তি।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!