যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় মনটানা অঙ্গরাজ্যে যাত্রীবাহী একটি ট্রেনের আটটি বগি লাইনচ্যুত হয়ে অন্তত তিন জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বেশ কয়েক জন যাত্রী। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
মনটানা অঙ্গরাজ্যের উত্তর-মধ্যাঞ্চলে স্থানীয় সময় গতকাল শনিবার ট্রেন দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় শেরিফ কার্যালয়ের এক কর্মকর্তা। রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান অ্যামট্রাকের ট্রেনটি শিকাগো থেকে সিয়াটলের উদ্দেশে রওনা হয়েছিল। অ্যামট্রাক জানিয়েছে, ট্রেনটিতে ১৪১ জন যাত্রী এবং ১৬ জন ক্রু ছিলেন।
ট্রেন দুর্ঘটনাটির বিষয়ে তদন্ত করা হবে বলে শনিবার দিবাগত রাতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড।
লিবার্টি কাউন্টি শেরিফের কার্যালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, লাইনচ্যুত হওয়ার পরপরই বগিতে আটকাপড়া লোকজনকে ট্রেন থেকে নামিয়ে আনা হয়।
দুর্ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেলেও চূড়ান্ত সংখ্যাটি জানাতে পারেননি ওই কর্মকর্তা। দুর্ঘটনার পর একজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত ট্রেনের ছবি পোস্ট করেন।
কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খুলনা গেজেট/এনএম