ইরানের চাবাহার সমুদ্র বন্দর পরিচালনা নিয়ে দেশটির সঙ্গে ভারতের ১০ বছর মেয়াদি চুক্তির পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার সম্ভাব্য ঝুঁকির বিষয়ে যে সতর্কবার্তা দিয়েছে, তার জবাব দিয়েছেন দক্ষিণ এশিয়ার দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের সতর্কবার্তার এক দিন পর বুধবার জয়শঙ্কর বলেছেন, বন্দরকেন্দ্রিক প্রকল্পটি পুরো অঞ্চলকে উপকৃত করবে এবং এ নিয়ে লোকজনের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থাকা উচিত নয়।
তিনি উল্লেখ করেন, অতীতে চাবাহার বন্দরের বৃহত্তর প্রাসঙ্গিকতার তারিফ করেছে খোদ যুক্তরাষ্ট্র।
নিজের লেখা ‘ওয়াই ভারত ম্যাটার্স’ বইয়ের বাংলা সংস্করণের মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন জয়শঙ্কর।
চাবাহার বন্দর নিয়ে চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি মন্তব্যের কিছু অংশ দেখেছি, তবে আমি মনে করি এটি যোগাযোগ, বোঝানো ও লোকজনের বোঝার বিষয় যে, এটি (চুক্তি) মূলত সবার কল্যাণের জন্য করা হয়েছে। এ নিয়ে লোকজনের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থাকা উচিত বলে মনে করি না।’
এর আগে স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়, ইরানের সঙ্গে বাণিজ্যিক চুক্তির বিষয়ে ভাবা যে কারও নিষেধাজ্ঞার সম্ভাব্য ঝুঁকির বিষয়ে সতর্ক থাকা উচিত।
খুলনা গেজেট/এনএম