মার্কিন যুক্তরাষ্ট্রের নর্দার্ন ক্যালিফোর্নিয়া অঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। রোববার ছুটির দিনে ১০ হাজারের বেশি সংখ্যক ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজ এমনটি জানিয়েছে।
ক্যালিফোর্নিয়ার সিয়েরা নেভাদার গ্রিনভিলের ১৮০টি বাড়ি এরই মধ্যে পুড়ে ছাই হয়েছে। নয়নাভিরাম বনজ এলাকা সিয়েরা নেভাদার বাসিন্দাদের ১০ হাজারের বেশি বাড়িঘর বিপজ্জনক অবস্থায় রয়েছে। আকারে নিউইয়র্ক নগরীর চেয়েও বড় এলাকার বাসিন্দারা রোববার ছুটির দিনে বাড়িঘর পুড়ে যাওয়ার আশঙ্কা করছেন।
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফায়ার অ্যান্ড ফরেস্ট্রি প্রটেকশন ডিপার্টমেন্ট বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে এবারের দাবানল। আগুন গত বৃহস্পতিবার ও শুক্রবার গ্রিনভিল শহরে ভয়াবহ তাণ্ডব চালায়। আগুনের ব্যাপ্তি গ্রিনভিলের আড়াইশ বর্গকিলোমিটারের বেশি জায়গাজুড়ে নেয়। এতে ২৬৮টি বাড়ি পুড়ে যায়।
আলজাজিরার খবরে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ায় দাবানলে অন্তত আট জন নিখোঁজ রয়েছে।
অন্যদিকে, ঘন ধোঁয়ার কারণে শনিবার নর্দার্ন ক্যালিফোর্নিয়ার প্লেসার কাউন্টি এলাকার বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সিএনএন।
সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র, কানাডা, গ্রিস ও তুরস্কে দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। এসব ঘটনার নেপথ্য কারণ হিসেবে সরাসরি জলবায়ু পরিবর্তনের কথা বলা না গেলেও জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী পরিবেশের অস্থিরতা যে দিন দিন বাড়ছে, তা সবার কাছে পরিষ্কার।
খুলনা গেজেট/কেএম