খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  অ্যান্টিগা টেস্ট: প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজ তুলল ২৫০, বাংলাদেশ পেল ৫ উইকেট

যার কাছে যে তথ্য আছে দিতে বাধ্য- প্রধান তথ্য কমিশনার

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে তথ্য অধিকার আইন,২০০৯ বিষয়ক জন অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ বলেন, “রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন তথ্য ব্যতিত, যার কাছে যে তথ্য আছে দিতে বাধ্য”। জনগণের তথ্যের অধিকার নিশ্চিত করার লক্ষ্যই  এই আইনটি প্রতিষ্ঠিত। দেশে যত আইন আছে, তার মধ্যে বিশেষ বিশেষ আইন হলো তথ্য অধিকার আইন,২০০৯।

তিনি আরো বলেন, আমরা এই আইন সম্পর্কে মানুষকে জানাতে জেলা, উপজেলায় যাচ্ছি। এগুলো করছি কেন? কারণ এই যে বলছি জনগণ সকল ক্ষমতার উৎস, তা বাস্তবায়ন করার লক্ষ্য। মানুষ যেন তার অধিকার সম্পর্কে জানতে পারে।

তথ্য সংগ্রহ সম্পর্কে প্রধান তথ্য কমিশনার বলেন, সাংবাদিকের কাজই হলো অন্ধকারে লাইট মারা। আর সেখান থেকেই তথ্য বের করে আনাই সাংবাদিকতা। তবে কাজটি সহজ নই। মানুষও নেতিবাচক বিষয়টি বেশি পড়তে চাই। এজন্য সাংবাদিকদেরও এইদিকে আগ্রহ থাকে বেশি। তবে অনেক সময় অন্ধকারে লাইট মারতে গিয়ে ভূল করে ফেলি, এই বিষয়েও খেয়াল রাখতে হবে।

আজ সোমবার ২১শে মার্চ সকাল সাড়ে ৯টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে ঝিনাইদহ জেলা প্রশাসন ও তথ্য কমিশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মনিরা বেগম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস, স্থানীয় সরকার বিভাগ’র উপ-পরিচালক ও ঝিনাইদহ পৌর প্রশাসক ইয়ারুল ইসলাম ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক মেয়র সাইদুল করিম মিন্টু।

 

খুলনা গেজেট/কেএ

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!