বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি খুলনা জেলা শাখার উদ্যোগে রোববার সন্ধ্যা ৭টায় সমিতির নিজস্ব কার্যালয়ে যাত্রী অধিকার দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোতাহার রহমান। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি রফিকুল আলম।
দেশে যাত্রী হয়রানি, ভাড়া নৈরাজ্য, পরিবহন বিশৃঙ্খলা, অরাজকতা, সড়ক দুর্ঘটনায় অজস্র প্রাণহানি, যাত্রী সাধারণের অধিকার নিয়ে কথা বলার কেউ নাই। ইচ্ছেমত ভাড়া আদায়ের নৈরাজ্য চলছে। এসব অনিয়ম ও হয়রানি থেকে মুক্তির লক্ষ্যে প্রতিবাদী সংগঠন ‘বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি’ যাত্রা শুরু করে। দেশব্যাপী যাত্রী অধিকারের আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে গত বছরের ১৩ সেপ্টেম্বর যাত্রী অধিকার ও সড়ক নিরাপত্তায় নিয়োজিত বিভিন্ন সামাজিক সংগঠনের ঐক্যবদ্ধভাবে ‘যাত্রী অধিকার দিবস’ ঘোষণা করে। এবার প্রথমবারের মতো রোববার এ দিবসটি পালন করা হয়।
আলোচনা সভায় অধিকার হারা যাত্রীদের প্রতীকি হিসেবে ১৩ সেপ্টেম্বরকে যাত্রী অধিকার দিবস হিসেবে ঘোষণার জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়। দিবসটিতে সারা পৃথিবীর অধিকার বঞ্চিত যাত্রী সাধারণের অধিকার প্রতিষ্ঠার দিবস হিসেবে “আন্তর্জাতিক যাত্রী অধিকার দিবস” ঘোষণা করার জন্য জাতিসংঘের নিকট উদাত্ত আহ্বান জানানো হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন দৈনিক কালান্তর সম্পাদক কাজী তারিক আহমদ ও প্রকৌশলী বেনজির আহমেদ জুয়েল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জি এম ইউনুস আলী, মোঃ রাশেদ রানা, মোঃ আতিয়ার হোসেন, মোঃ মোস্তফা, মোঃ সাইদুর রহমান, মোঃ হাফিজুর রহমান। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।
খুলনা গেজেট/এনএম