গত ১৫ ডিসেম্বর যশোর সদর হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী কর্তৃক ইন্টার্ন চিকিৎসক লাঞ্চিত ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে যশোর জেনারেল হাসপাতাল চত্বরে সাইফুদ্দিন খান শিহাবের সভাপতিত্বে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে সাইফুদ্দিন খান শিহাব বলেন, ইন্টার্ন চিকিৎসক ছাড়া হাসপাতালে সবাই অচল। তবে আমরা কারো জন্য অচল নই। তাহলে আমাদের কেন অপমান নির্যাতন সইতে হবে। ইন্টার্ন চিকিৎসকের উপর হামলার ১৫ দিন পার হলেও বিচার হয়নি। আমরা এটা মেনে নিতে পারি না। অবিলম্বে সুষ্ঠু বিচার করতে হবে। দোষীদের শাস্তি দিতে হবে।
এ বিষয়ে হাসপাতালের তত্তাবধায়ক ডা. আখতারুজ্জামান বলেন, আগামী ৯ জানুয়ারি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা রয়েছে। সেখানে কমিটির সদস্য যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারসহ ইন্টার্ন চিকিৎসক ও কর্মচারীরা থাকবেন। এ সভায় সুরাহা হবে। এর আগে আমরা তদন্ত কমিটি গঠন করেছিলাম। তার প্রতিবেদন বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে। এরমাঝে সরকারি ছুটি ও আমার ব্যস্ততা থাকায় বিষয়টি পিছিয়ে গেছে।
মানবন্ধনে বক্তব্য দেন, ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক শাহাজাদ জাহান দিহান, মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন রাসেল প্রমূখ।
খুলনা গেজেট/ এস আই