যশোরে যুবলীগ নেতার হাতে লাঞ্ছিত হয়েছেন জেনারেল হাসপাতালে আকলিমা খাতুন নামে এক সিনিয়র স্টাফ নার্স হয়েছেন। ২৬ মার্চ রাত সাড়ে ৮ টার দিকে করোনারি কেয়ার ইউনিটে এ ঘটনা ঘটে। এরপর বিক্ষুদ্ধ সেবিকারা কার্যক্রম বন্ধ রেখে ঘন্টাব্যাপী হাসপাতাল চত্বরে বিক্ষোভ করে। এ ঘটনায় গোটা হাসপাতালের কার্যক্রম বন্ধ ছিল। ভর্তি রোগীরা রোগ যন্ত্রণায় ছটফট করলেও ডাক্তার ও সেবিকারা তাদের কাছে যায়নি। খবর পেয়ে রাত সাড়ে ৯ টায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ও কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
হাসপাতাল সূত্র জানায়, রোববার রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের নিচতলায় চিকিৎসাধীন অবস্থায় যশোর জেলা যুবলীগের এক নেতার স্বজনের মৃত্যু হয়। যথাযথ চিকিৎসা নো পেয়ে ওই রোগীর মৃত্যু হয়েছে বলে তাদের অভিযোগ। এসময় তারা উত্তেজিত হলে নার্স আকলিমা খাতুন তাদের সাথে বিতর্কে জড়িয়ে পড়েন। এরপর ওই যুবলীগ নেতা ওয়ার্ডে নার্সদের অকথ্য ভাষায় গালিগালাজ করে ও দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স আকলিমা খাতুনকে শারীরিকভাবে লাঞ্ছিত হন। এ খবর হাসপাতালে দ্রুত ছড়িয়ে পড়লে বিচারের দাবিতে নার্সরা সেবা বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। ফলে একঘন্টা যাবৎ অচল ছিল গোটা হাসপাতাল।
এ ব্যাপারে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুন-আর-রশিদ জানান, রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরে ওই যুবলীগ নেতা নার্স আকলিমার কাছে ক্ষমা চেয়েছেন। এরপর নার্সরা কাজের ফিরে গেছেন। এ ঘটনায় হাসপাতালের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে।
খুলনা গেজেট/ এসজেড