যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের শূন্য পদে নির্বাচনে ৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন।
জমাদানকারী প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের মনোনীত নূর জাহান ইসলাম নীরা ও বিএনপির নূর উন নবী এবং স্বতন্ত্রভাবে জমা দিয়েছেন যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ।
চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতার জন্য ৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। অন্য তিনজন শেষ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেননি। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা সিনিয়র নির্বাচন অফিসার হুমায়ুন কবীর।
জানা গেছে, আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী যশোর সদর উপজেলার নির্বাচনে নূরজাহান ইসলাম নীরাকে দলীয় প্রার্থী করা হয়েছে। মনোনয়নপত্র জমা দেবার আগে তিনি শহরের বকুলতলাস্থ বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে নীরার প্রতিদ্ব›দ্ধী হিসেবে বিএনপি থেকে দুই জন মনোনয়নপত্র কিনেছিলেন। তাদের একজন যশোর জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম ও অন্যজন সদর উপজেলা বিএনপির সভাপতি নূর উন নবী। এরমধ্যে নূর উন নবী ধানের শীষের মনোনয়ন পাওয়ায় সিরাজুল ইসলাম শেষ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেননি।
এদিকে, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ দলের টিকিট না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উল্লেখ্য, যশোর সদর উপজেলার তৎকালীন চেয়ারম্যান শাহীন চাকলাদার পদত্যাগ করে কেশবপুর সংসদীয় উপ-নির্বাচনে অংশ নিয়ে এমপি নির্বাচিত হয়েছেন। যার কারণে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য হয়। এরপর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন নূরজাহান ইসলাম নীরা। এরপর তিনি দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান পদে আগামী ২০ অক্টোবরের নির্বাচনে অবতীর্ণ হলেন।
খুলনা গেজেট /এমএম