খুলনা, বাংলাদেশ | ২৩ পৌষ, ১৪৩১ | ৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বিমানবন্দরে খালেদা জিয়া
  রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন
  গুম ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল
  ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারতে আছেন শেখ হাসিনা, ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং
গড় পাসের হার ৮৬.১৭

এসএসসিতে যশোর বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

নিজস্ব প্রতিবেদক, যশোর

এবারের এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ডে পাসের হার ও জিপিএ-৫ কমেছে। পরীক্ষায় যশোরে বোর্ডে পাসের হার ৮৬.১৭। এ বছর জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৬১৭ জন পরীক্ষার্থী। যা গত বছরের তুলনায় ১০ হাজার কম। ২০২২ সালে পাসের হার ছিল ৯৫.১৭। জিপিএ-৫ পেয়েছিল ৩০ হাজার ৮৯২ জন।

এ নিয়ে শিক্ষাবোর্ডের পরীক্ষা বিভাগের কর্মকর্তা বলেছেন, করোনার কারণে গত বছর সব বিষয়ে পরীক্ষা গ্রহণ করা হয়নি। এ কারণে পাসের হার এবং জিপিএ-৫ বেশি ছিল। এ বছর সব বিষয়ে পরীক্ষা গ্রহণ করা হয়েছে এবং অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা বেশি থাকায় এ অবস্থা হয়েছে।

বোর্ডের পরীক্ষা বিভাগ থেকে পাওয়া তথ্যানুযায়ী, ২০২৩ সালে যশোর বোর্ড থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লাখ ৫৮ হাজার ৩৩০ জন পরীক্ষার্থী। এর মধ্যে বহিষ্কার হয় নয়জন। পাস করেছে ১ লাখ ৩৪ হাজার ২১৩ জন। জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৬১৭ জন পরীক্ষার্থী। জিপিএ-৪ থেকে ৫ এর মধ্যে ৪৫ হাজার ২১ জন, ৩.৫ থেকে ৪ এর মধ্যে ২৮ হাজার ৭৪৪, জিপিএ-৩ থেকে ৩.৫ এর মধ্যে ২৩ হাজার ৪২৫, জিপিএ-২ থেকে ৩ এর মধ্যে ১৬ হাজার ১৮ ও জিপিএ-১ থেকে ২ এর মধ্যে ৩৮৮ জন।

কৃতকার্য পরীক্ষার্থীর মধ্যে ছেলে ৬৫ হাজার ১৩৭ ও মেয়ে ৬৯ হাজার ৭৬ জন। বিজ্ঞান বিভাগ থেকে ২০ হাজার ৩৩৯ জন ছেলে ও ১৮ হাজার ৬১ জন মেয়ে পাস করেছে। ছেলেদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৬৩৬ ও মেয়েদের মধ্যে ৯ হাজার ৩০১ জন। মানবিক বিভাগ থেকে পাস করেছে ৩৫ হাজার ৫৮৮ জন ছেলে ও ৪৩ হাজার ৬১০ জন মেয়ে। এদের মধ্যে ৩০২ জন ছেলে ও ১ হাজার ৪০৪ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছে। ব্যবসায়ী শিক্ষা বিভাগ থেকে পাস করেছে ৯ হাজার ২১০ জন ছেলে ও ৭ হাজার ৪০৫ জন মেয়ে। এদের মধ্যে ৩০৯ জন ছেলে ও ৬৬৫ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় যশোর প্রেসক্লাব মিলনায়তনে শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর বিশ্বাস শাহিন আহম্মদ এ ফলাফল ঘোষণা করেন। এসময় তার সাথে বোর্ডের অন্যান্য কর্মকতারাও উপস্থিত ছিলেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!