যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন প্রফেসর মর্জিনা আক্তার। বৃহস্পতিবার (৩০ মে) বিকালে অনুষ্ঠানিকভাবে তিনি যশোর বোর্ড চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বোর্ডের কর্মকর্তা, কর্মচারী ও সিবিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন কলেজের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে বোর্ডের সকল বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও সিবিএ নেতৃবৃন্দদের সাথে তিনি মতবিনিময় করেন।
আরও পড়ুন : যশোর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান প্রফেসর মর্জিনা
তাকে ফুলেল শুভেচ্ছা জানান, সরকারি সিটি কলেজ, সরকারি মহিলা কলেজ, ডাক্তার আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ, তালবাড়ীয়া ডিগ্রি কলেজ, হামিদপুর আল হেরা কলেজের অধ্যক্ষবৃন্দ, যশোর সদর উপজেলা শিক্ষক পরিষদ ও বাংলাদেশ শিক্ষক সমিতি যশোর জেলা শাখার নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, প্রফেসর মর্জিনা আক্তার যশোর সরকারি মহিলা কলেজে অর্থনীতি বিভাগের প্রধান ছিলেন। সেখান থেকে ২০২১ সালের ২৯ নভেম্বর যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ে উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন। ২০২২ সালের ৮ মার্চ একই কলেজে অধ্যক্ষ পদে যোগদান করেন তিনি।
খুলনা গেজেট/এমএম