করোনা মহামারিতে এক বছর বিরতির পর যশোর শিক্ষাবোর্ডের অধিনে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা শুরু হয়েছে। পদার্থ বিজ্ঞান বিষয় দিয়ে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) পরীক্ষা শুরু হলেও প্রথমদিনে ২৯৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলো।
শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, এদিন পদার্থ বিজ্ঞান বিষয় দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। যশোর শিক্ষাবোর্ডের অধীনে পদার্থ বিজ্ঞান বিষয়ে ১৯ হাজার ৪৮৪ জন পরীক্ষার্থী ছিলো। কিন্তু পরীক্ষায় অংশ নিয়েছে ১৯ হাজার ১৯১ জন। ২৯৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এদের মধ্যে খুলনায় ৫৮, বাগেরহাটে ২৩, সাতক্ষীরায় ৪৪, কুষ্টিয়ায় ৩৮, চুয়াডাঙ্গায় ১১, মেহেরপুরে ১৫, যশোরে ৫৬, নড়াইলে ৭, ঝিনাইদহে ২৭ ও মাগুরায় ১৫ জন রয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এদিন পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোন কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরীক্ষাসহ কেন্দ্রের সবাই পরীক্ষা আইন মেনে চলেছেন। এক বেঞ্চে একজন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এছাড়া করোনা সংক্রমণরোধে শারীরিক নিরাপদ দূরত্ব ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা হয়েছে।
বৃহস্পতিবার থেকে সারাদেশে একযোগে শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ডের অধিনে এক লাখ ৩১ হাজার একশ’ ৫৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এদের মধ্যে ৬৭ হাজার দুশ’ ৪২ জন ছেলে ও ৬৩ হাজার নয়শ’ ১৭ জন মেয়ে। বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছে ১৯ হাজার তিনশ’ ৪১ জন, মানবিক বিভাগ থেকে ৯৪ হাজার দুশ’ ১৬ ও বাণিজ্য বিভাগে ১৭ হাজার ছয়শ’ দু’জন পরীক্ষার্থী রয়েছে।
এ বছরের এইচএসসি পরীক্ষা করোনা মহামারির কারণে পিছিয়ে সীমিত পরিসরে এদিন থেকে গ্রহণ করা হচ্ছে।
খুলনা গেজেট/এএ