যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় জেনোম সেন্টারে সোমবার পরীক্ষিত নমুনাগুলোর মধ্যে ৮১টি পজেটিভ হয়েছে। মঙ্গলবার সকালে এই ফলাফল প্রকাশ করা হয়।
যবিপ্রবি এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, গেল দিন তাদের ল্যাবে চার জেলার মোট ২৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৮১টি পজেটিভ ফল দেয়। বাকি ১৯৮টি নমুনা নেগেটিভ হয়েছে। এদিন যশোর জেলার ১১৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে ৩২টিতে। এছাড়া মাগুরার ২৬টি নমুনা পরীক্ষা করে নয়টি, সাতক্ষীরার ৯০টির মধ্যে ৩০টি এবং বাগেরহাটের ৪৬টির মধ্যে দশটি নমুনা পজেটিভ হয়েছে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট চার জেলার সিভিল সার্জন অফিসকে জানিয়ে দেয়া হয়েছে।
যশোরে শনাক্ত হওয়া ৩২ নমুনার মধ্যে কয়টি নতুন আর কয়টি ফলোআপ, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নতুন শনাক্ত ব্যক্তিদের বাড়ি লকডাউনসহ অন্যান্য কার্যক্রম পরিচালনার জন্য তালিকা স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত সরকারি হিসেবে যশোর জেলায় মোট করোনা রোগী শনাক্ত হয়েছিলেন এক হাজার ৩৯২ জন। এর মধ্যে ২০ জন মারা গেছেন। সুস্থ হয়ে উঠেছেন ৭০১ জন।
খুলনা গেজেট/এনএম