খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত
  নিখোঁজের ৪২ ঘণ্টা পর কাপ্তাইয়ের কর্ণফুলী নদী থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

যশোর বোর্ডে এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে ৭১ জনের ফল পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর শিক্ষাবোর্ডের এবারের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নে ৬৬ হাজারের বেশি আবেদন পড়লেও ফলাফল পরিবর্তন হয়েছে মাত্র ৭১ জনের। এরমধ্যে নতুন করে ১৭ জন এ-প্লাস পেয়েছে। আর ফেল থেকে পাস করেছে ২৭ জন। এতে হতাশ পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

চলতি বছরের এইচএসসির ফলাফল চ্যালেঞ্জ করে ৬৬ হাজার আবেদনের অর্ধেকের বেশি জমা পড়ে ইংরেজিতে। যশোরে শিক্ষাবোর্ড প্রতিষ্ঠার পর এবারই সর্বোচ্চ সংখ্যক আবেদন জমা পড়ে বলে শিক্ষাবোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা জানান।

এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য রেকর্ড সংখ্যক ৬৬ হাজার ৫৮টি আবেদন জমা পড়ে। ২৪ অক্টোবর বোর্ডের পরীক্ষা বিভাগ জানায়, বাংলা প্রথম পত্রে পাঁচ হাজার ২৯৪, দ্বিতীয় পত্রে পাঁচ হাজার ২৯৪, ইংরেজি প্রথম পত্রে ১৮ হাজার ৯৫১, দ্বিতীয় পত্রে ১৮ হাজার ৯৫১, অর্থনীতি প্রথম পত্রে ৯২, দ্বিতীয় পত্রে ৯২, সমাজ বিজ্ঞান প্রথম পত্রে ৩০, দ্বিতীয় পত্রে ৩০, যুক্তিবিদ্যা প্রথম পত্রে ৮৯, দ্বিতীয় পত্রে ৮৯, মনোবিজ্ঞান প্রথম পত্রে পাঁচ, দ্বিতীয় পত্রে পাঁচ, ভূগোল প্রথম পত্রে ৮৮, দ্বিতীয় পত্রে ৮৮, পরিসংখ্যান প্রথম পত্রে এক, দ্বিতীয় পত্রে এক, আরবি প্রথম পত্রে এক, দ্বিতীয় পত্রে এক, পদার্থ বিজ্ঞান প্রথম পত্রে তিন হাজার ৯৮৯, দ্বিতীয় পত্রে তিন হাজার ৯৮৯, রসায়ন প্রথম পত্রে ২১, দ্বিতীয় পত্রে ২১, জীব বিজ্ঞান প্রথম পত্রে ২০, দ্বিতীয় পত্রে ২০, কৃষি শিক্ষা প্রথম পত্রে ২১, দ্বিতীয় পত্রে ২১, ইসলাম শিক্ষা প্রথম পত্রে ১৯, দ্বিতীয় পত্রে ১৯, হিসাব বিজ্ঞান প্রথম পত্রে ৬৪৭, দ্বিতীয় পত্রে ৬৪৭, উচ্চতর গণিত প্রথম পত্রে ৩৩, দ্বিতীয় পত্রে ৩৩, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রে ৫০, দ্বিতীয় পত্রে ৫০, পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রে ১০০, দ্বিতীয় পত্রে ১০০, সমাজ কর্ম প্রথম পত্রে ৩০, দ্বিতীয় পত্রে ৩০, গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্রে সাত ও দ্বিতীয় পত্রে সাত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ছয় হাজার ৯৭৪, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রে পাঁচ ও দ্বিতীয় পত্রে পাঁচ, উৎপাদন ব্যবস্থাপনা ও মার্কেটিং প্রথম পত্রে ১৩ ও দ্বিতীয় পত্রে ১৩, ফাইন্যান্স, ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স প্রথম পত্রে ১২ ও দ্বিতীয় পত্রে ১২, ইতিহাস প্রথম পত্রে ২৪ ও দ্বিতীয় পত্রে ২৪ টি আবেদন জমা পড়ে।

এ বছর এইচএসসি পরীক্ষার ফলাফলে সারাদেশে ৮টি সাধারণ বোর্ডের মধ্যে যশোর বোর্ডের অবস্থান ছিল সপ্তম। এবার অনেক নতুন শিক্ষাবোর্ড যশোর বোর্ডকে পেছনে ফেলে উপরে উঠেছে।

যশোরে বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৬৪.২৯ শতাংশ। আর সর্বোচ্চ সিলেট শিক্ষাবোর্ডে ৮৫.৩৯ শতাংশ।

যশোর শিক্ষা বোর্ড থেকে এ বছর এক লাখ ২২ হাজার ৫১১ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে পাস করে ৭৮ হাজার ৭৬৪ জন।

গত চার বছরের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, যশোর শিক্ষা বোর্ডে এইচএসসিতে ২০২১ সালে পাসের হার ছিল ৯৮.১১। ২০২২ সালে ৮৩.৯৫, ২০২৩ সালে ৬৯.৮৮ ও ২০২৪ সালে ৬৪.২৯ শতাংশ। যশোর শিক্ষা বোর্ডে পাসের হারে হতাশা তৈরি করেছে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। এ কারণে তারা চিন্তিত আগামী পরীক্ষা নিয়ে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!