যশোরে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ১৫ হাজার মাস্ক বিতরণ করেছে পুলিশ বিভাগ। রোববার সকাল ১০টায় পুলিশ সুপার কার্যালয়ে খুলনা বিভাগের ডিআইজি ড. খন্দকার মহিদউদ্দিন যশোরের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও পরিবহন শ্রমিকদের মাঝে এ মাস্ক বিতরণ করেন।
পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদারের সভাপতিত্বে মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি বলেন, মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও সামাজিক দূরত্ব মেনে চললে আমরা করোনা অনেকটা প্রতিরোধ করতে পারবো। প্রয়োজন ছাড়া কেউ বাইরে না যাই, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। মাস্ক ছাড়া কোন ব্যবসা প্রতিষ্ঠান বা সেবামূলক প্রতিষ্ঠানে সেবা না দেয়ার জন্য তিনি আহবান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ সালাউদ্দিন শিকদার, তৌহিদুল ইসলাম, গোলাম রাব্বানী, জুয়েল ইমরানসহ বিভিন্ন পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ। এরপর পুলিশ বিভাগের পক্ষ থেকে দুপুর সাড়ে ১২টায় শহরের দড়াটানা মোড়ে পথচারীর মাঝে মাস্ক বিতরণ ও উদ্বুদ্ধকরণ র্যালি অনুষ্ঠিত হয়।
খুলনা গেজেট/এনএম