যশোর জেলা ট্রাক-ট্রাক্টর-কাভার্ডভ্যান ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে লাল্টু-বাহাদুর পরিষদ বিপুল ভোটে বিজয়ী হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাতে ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাহাবুবুর রহমান মজনু ফলাফল ঘোষণা করেন।
মাহাবুবুর রহমান মজনু জানান, ওইদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত যশোর সরকারি পলিটেকনিক কলেজে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের মোট ১৭টি পদে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ইউনিয়নের ৪ হাজার ৬০৬ জন ভোটারের মধ্যে তিন হাজার ৬২৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে লাল্টু-বাহাদুর পরিষদ পুরো প্যানেলসহ বিজয়ী হয়েছেন।
সভাপতি পদে খায়রুল ইসলাম লাল্টু দুই হাজার ৫২ ভোট ও সাধারণ সম্পাদক নাজিম হোসেন বাহাদুর দুই হাজার ৭৩ ভোট পেয়ে বিজয়ী হন। সভাপতি পদে তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব আলম-নসু পরিষদের আলমগীর সিদ্দিকী আলম পেয়েছেন ১ হাজার ২২৫ ভোট ও স্বতন্ত্র প্রার্থী লুৎফর রহমান ছোট ২৩২ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্ব›িদ্ব নসু শেখ পেয়েছেন এক হাজার ৩১ ভোট।
এছাড়া, সহ-সভাপতি পদে আফসার উদ্দিন দুই হাজার ৪, সাইফুল ইসলাম দুই হাজার ৭৩, সহ-সাধারণ সম্পাদক পদে আনোয়ার বিশ্বাস দুই হাজার ১৩১, দেলোয়ার হোসেন দুলু দুই হাজার ৭৭, সাংগঠনিক সম্পাদক পদে নাজিম উদ্দিন দুই হাজার ১৬১, প্রচার সম্পাদক পদে আশিকুর রহমান দুই হাজার ১৮৯, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দুই হাজার ১০৮, দফতর সম্পাদক পদে মামুন হোসেন রনি দুই হাজার ১৩১, কোষাধ্যক্ষ পদে শফিকুজ্জামান মনু দুই হাজার ১৩০, সড়ক সম্পাদক তহিদুর রহমান দুই হাজার ১১৩, নির্বাহী সদস্য পদে দুলু শেখ দুই হাজার ১০৪, মিজানুর রহমান দুই হাজার ৮৯, সাইফুজ্জামান শহিদ দুই হাজার ১০০ ও সেলিম রেজা দুই হাজার ৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন যশোরের সাবেক পৌরমেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, সদস্য সচিব মাহাবুবুর রহমান মজনু, সদস্য প্রেসক্লাব যশোরের সম্পাদক এসএম তৌহিদুর রহমান ও গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন।