যশোরের আদালতে কর্মচারী পদে চাকরি দেয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক আইনজীবীর সহকারীর বিরুদ্ধে। এ অভিযোগে ভুক্তভোগি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঝাঁপা গ্রামের ভবতোষ রপ্তান জেলা আইনজীবী সমিতিতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত আইনজীবী সহকারীর নাম সৌরভ সেন। তার সনদ নং-৪৯৩। তিনি জেলা আইনজীবী সমিতির সদস্য সোহরাব হোসেনের সহকারী হিসেবে কাজ করেন।
ভূক্তভোগী ভবতোষ রপ্তানের অভিযোগ, এক আত্মীয়ের মাধ্যমে সৌরভের সাথে তার পরিচয় হয়। পরে সৌরভ তাকে আদালতে চাকরির প্রলোভন দেখায়। এসময় তিনি কিছু টাকা দাবি করেন। তার মধ্যে গত ৭ জুন সৌরভ ভবতোষের কাছ থেকে ২৪ হাজার টাকা গ্রহণ করেন। এক পর্যায়ে তাকে সহকারী পেশকার হিসেবে মিথ্যা নিয়োগ পত্র দেয়া হয়। পরে ১২ জুন তিনি কর্মস্থলে যোগদান করতে গেলে বুঝতে পারেন চাকরির নিয়োগপত্রটি ভুয়া। সৌরভ সেন পরিকল্পিতভাবে তার কাছ থেকে টাকা নিয়ে আত্মসাত করেছেন। এ বিষয়ে সুষ্ঠু তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করতে সমিতির নেতৃবৃন্দের কাছে অনুরোধ জানিয়েছেন ভবতোষ রপ্তান।
এ বিষয়ে জানতে অভিযুক্ত সৌরভ সেনের মোবাইল নম্বরে (০১৩০৯৯৩৬৯৯৭) যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।